অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার শীর্ষ সম্মেলন বর্জনের হুমকি দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট


হাভানার বিপ্লব প্রাসাদে গার্ড অফ অনার গ্রহণ করছেন মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। ৮ মে, ২০২২।
হাভানার বিপ্লব প্রাসাদে গার্ড অফ অনার গ্রহণ করছেন মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। ৮ মে, ২০২২।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর মঙ্গলবার বলেছেন, আগামী মাসে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য আমেরিকা মহাদেশগুলির শীর্ষ সম্মেলনে যদি বাইডেন প্রশাসন কিউবা, নিকারাগুয়া এবং ভেনিজুয়েলাকে বাদ দেয়, তাহলে তিনি ওই সম্মেলনে যোগ দেবেন না।

লোপেজ ওব্রাডর, কিউবা সফর শেষে দেশে ফিরে এসে এক সংবাদ সম্মেলনে বলেন, "যদি সবাইকে শীর্ষ সম্মেলন আমন্ত্রণ না জানানো হয় কিংবা এ থেকে বাদ দেয়া হয়, তা হ’লে মেক্সিকান সরকারের একজন প্রতিনিধি এতে যোগ দেবেন তবে আমি আর আমেরিকার ওই সম্মেলনে যাবো না।" তবে তিনি জানান, তার পররাষ্ট্র বিষয়ক সচিব মার্সেলো এব্রার্ড এতে যোগ দিতে পারেন।

লোপেজ ওব্রাডর গত কয়েক সপ্তাহ ধরে বলে আসছেন যে, কাউকেই শীর্ষ সম্মেলন থেকে বাদ দেওয়া উচিত নয়।

গত মাসে, পশ্চিম গোলার্ধ বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ব্রায়ান নিকোলস বলেছিলেন, আসন্ন আমেরিকার শীর্ষ সম্মেলনে ঐ তিনটি দেশকে আমন্ত্রণ জানানোর সম্ভাবনা কম।

ইউএস-মেক্সিকো সীমান্তে অভিবাসন বিষয়টি শীর্ষ সম্মেলনে একটি আলোচিত প্রসঙ্গ হবে বলে আশা করা হচ্ছে, তাই লোপেজ ওব্রাডোরের অনুপস্থিতি তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

তবে শুধু মেক্সিকোই একমাত্র দেশ নয়, যারা শীর্ষ সম্মেলন বর্জনের কথা বিবেচনা করছে। আরও বেশ কয়েকটি ক্যারিবীয় দেশের নেতারাও বাড়িতে থাকার হুমকি দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে সম্মেলন আমন্ত্রণ জানায়, যাকে যুক্তরাষ্ট্র তেল সমৃদ্ধ দেশটির সরকারী নেতা হিসাবে স্বীকৃতি দেয়।

"আমরা কিউবা ও ভেনিজুয়েলাকে বহিষ্কার করার নীতিতে বিশ্বাস করি না। আমরা হুয়ান গুয়াইদোকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিই না। সেই পরিস্থিতিতে অ্যান্টিগুয়া এবং বারবুডা শীর্ষ সম্মেলন অংশগ্রহণ করবে না," বলেছেন দেশটির প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন।


[এই প্রতিবেদনের কিছু তথ্য দ্য অ্যাসোসিয়েটেড প্রেস এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে]।

XS
SM
MD
LG