অ্যাকসেসিবিলিটি লিংক

আবে’র জন্য জাপানে প্রার্থনা অনুষ্ঠিত


জাপানের নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র জন্য টোকিওর ঝোজোজি মন্দিরে ১১ জুলাই ২০২২ তারিখে আয়োজিত সান্ধ্যকালীন প্রার্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন কর্মকর্তা ও শোকাকুল মানুষ। সংসদীয় নির্বাচনের প্রচারণা চালানোর সময়ে আবেকে গুলি করে হত্যা করা হয়।
জাপানের নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র জন্য টোকিওর ঝোজোজি মন্দিরে ১১ জুলাই ২০২২ তারিখে আয়োজিত সান্ধ্যকালীন প্রার্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন কর্মকর্তা ও শোকাকুল মানুষ। সংসদীয় নির্বাচনের প্রচারণা চালানোর সময়ে আবেকে গুলি করে হত্যা করা হয়।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র অন্ত্যেষ্টিক্রিয়ার আগের দিন, সোমবার সন্ধ্যায় টোকিওতে তার জন্য এক সান্ধ্যকালীন প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী প্রচারণার এক আয়োজনে ভাষণ দেয়ার সময়, পশ্চিমাঞ্চলের নারা শহরে শুক্রবার তাকে গুলি করে হত্যা করা হয়।

এমন হত্যাকাণ্ড জাপানকে স্তব্ধ করে দিয়েছে। দেশটিতে বন্দুক সংশ্লিষ্ট সহিংসতা অত্যন্ত বিরল।

৪১ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগুচি হত্যাকাণ্ডের সন্দেহভাজন আততায়ী। তিনি, জাপানের প্রতিরক্ষা বাহিনীর এক সাবেক সদস্য।

পুলিশ জানিয়েছে, ইয়ামাগুচির ধারণা ছিল যে, আবে একটি ধর্মীয় গোষ্ঠীর সাথে সম্পর্কিত। ইয়ামাগুচি, তার মায়ের আর্থিকভাবে ধংস হয়ে যাওয়ার জন্য, গোষ্ঠিটিকে দায়ী বলে মনে করেন।

দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন গির্জা সোমবার জানায় যে, ইয়ামাগুচির মা সংগঠনের সদস্য ছিলেন। তবে, তার কাছ থেকে বড় অঙ্কের অর্থ গ্রহণের দাবিটি অস্বীকার করেছে তারা।

সন্দেহভাজন আততায়ী বা আবে, কেউই ঐ গির্জার সদস্য ছিলেন না। তবে, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, ইয়ামাগুচি বিশ্বাস করতেন যে, আবে ঐ গির্জার একজন সদস্য।

আবে বিগত বছরগুলোতে ঐ গির্জার শান্তি প্রচারের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছিলেন।

XS
SM
MD
LG