বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ক্যামেরুনের পাঁচ বছরের সংঘাতের ফলে ধ্বংস হয়ে যাওয়া পশ্চিমাঞ্চলগুলোর পুনর্গঠনে অর্থায়নের জন্য ক্যামেরুন আন্তর্জাতিক সাহায্য চেয়েছে। ২০২০ সালে রাস্তা, স্কুল, হাসপাতাল, বাজার এবং বাড়ি নির্মাণের একটি পরিকল্পনা চালু করা হয়েছিল কিন্তু তা চলমান লড়াই এবং বাজেটের দুর্দশার কারণে বাধাগ্রস্ত হয়েছে।
সরকার বৃহস্পতিবার জানিয়েছে, ইংরেজিভাষী উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম অঞ্চলগুলি পুনর্নির্মাণের পরিকল্পনার জন্য প্রয়োজনীয় ১৫ কোটি ডলারের মধ্যে মাত্র ১৮ লক্ষ ২০ হাজার ডলার সংগৃহীত হয়েছে। প্রধানত ফরাসী ভাষাভাষীর দেশটির কর্মকর্তারা বলেন, বিচ্ছিন্নতাবাদী ও সেনাদের মধ্যে তীব্র লড়াইয়ের ফলে যেসব শহর ও গ্রামে আপেক্ষিকভাবে শান্তি ফিরে এসেছে সেখানে অবকাঠামোগত পুনর্নির্মাণ কাজ করা খুবই কঠিন হয়ে পড়েছে।
ক্যামেরুনের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রেসিডেন্টশিয়াল প্লেন ফর দ্যা রিকন্সট্রাকশন এন্ড ডেভেলাপম্যান্ট-এর সমন্বয়কারী পল তাসং উল্লেখ করেছেন যে জাপানের মতো দেশগুলি ক্যামেরুনের জন্য কত অর্থ বরাদ্দ করেছে।
তিনি বলেন,"আজ শুধুমাত্র জাপান আমাদের ২৩ লক্ষ ডলার দিয়ে সাহায্য করেছে এবং আমরা বর্তমানে জাপান থেকে অতিরিক্ত ১৩ লক্ষ ডলারের জন্য তাদের সাথে সক্রিয়ভাবে কাজ করছি।
তাসং বলেন, পুনর্নির্মাণ পরিকল্পনার জন্য ক্যামেরুন সরকার ৭০ শতাংশ অর্থ প্রদান করেছে।
২০২০ সালে সরকার যখন এই পরিকল্পনা চালু করে তখন তারা ১২ হাজার বেসরকারী বাড়ি এবং সরকারী ভবন পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেয় যা যোদ্ধারা ধ্বংস করেছে। এখন পর্যন্ত মাত্র ৪০টি স্কুল ও ২০টি হাসপাতাল পুনর্নির্মাণ করা হয়েছে।
তাসং-এর মতে, শত শত কৃষক এবং জেলে শহর ও গ্রামগুলিতে যেখানে আপেক্ষিক শান্তি রয়েছে সেখানে কার্যক্রম পুনরায় শুরু করার জন্য অর্থপেয়েছে। সরকার জানিয়েছে, কমপক্ষে ১৫টি বাজার পুনর্নির্মাণ করা হয়েছে।
ক্যামেরুনের একজন ব্যবসায়ী এলসি আম্বে বুধবার ইয়াওনডেতে একটি বৈঠকে সম্ভাব্য দাতা হিসেবে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, দাতারা অর্থায়নে অনিচ্ছুক কারণ বিচ্ছিন্নতাবাদীরা সরকারি সম্পত্তি এবং ইয়াওন্ডেতে কেন্দ্রীয় সরকারের প্রতি সহানুভূতিশীল বলে সন্দেহ করা ব্যক্তিদের বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে।
হোয়াটসঅ্যাপ ও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেবিচ্ছিন্নতাবাদীরা বলছে, তারা ২০২০ সালে প্রেসিডেন্ট পল বিয়ার সৃষ্ট এই পরিকল্পনাকে নস্যাৎ করতে চান। সরকার বলে যে এই মাসে যোদ্ধারা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বেশ কয়েকটি শহর ও গ্রাম থেকে রাস্তা নির্মানকারী শ্রমিকদের তাড়া করেছে অথবা তাদের অপহরণ করে।
সরকার বলেছে, অস্থিতিশীল অঞ্চলের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এবং সংকট থেকে পালিয়ে আসা লোকদের ফিরিয়ে আনার জন্য তাদের অবশ্যই পরিকল্পনা চালিয়ে যেতে হবে। তারা আরও বলেছে , পাঁচ বছর আগে যে সাত লক্ষ শিশুর স্কুল পুড়িয়ে দেয়া হয়েছিল তাদের অধিকাংশের শিক্ষা পুনরায় শুরু করার জন্য তাদেরকে স্কুলে ফিরিয়ে আনা হবে ।
ক্যামেরুনের সরকার বলেছে, বিচ্ছিন্নতাবাদীরা পরাজিত হবে যদি বেসামরিক নাগরিকরা যুদ্ধংদেহী লোকদের সম্পর্কে রিপোর্ট করে যারা ইংরেজিভাষী এলাকায় লুকিয়ে আছে এবং গুরুত্বপূর্ণ ভবনগুলো ধ্বংস করছে।
বিচ্ছিন্নতাবাদীরা ২০১৭ সাল থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের ইংরেজিভাষী এবং দক্ষিণ-পশ্চিমের এলাকাকে দেশের বাকি অংশ অর্থাৎ ফরাসি-ভাষী সংখ্যাগরিষ্ঠতা থেকে বিচ্ছিন্ন করার জন্য লড়াই করছে।
জাতিসংঘ বলছে, বিচ্ছিন্নতাবাদী সংঘাতে ৩,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ ফরাসিভাষী শহরগুলিতে এবং প্রতিবেশী নাইজেরিয়ায় চলে গেছে।