অ্যাকসেসিবিলিটি লিংক

বেকার নার্সদের বিদেশে পাঠানোর পরিকল্পনা স্থগিত করে দিয়েছে মালাউই সরকার


মালাউইয়ের লিলংওয়ের আচিকোন্ডি কমিউনিটি ক্লিনিকে একটি শিশুর ওজন করছে মালাউইয়ের একজন নার্স।
মালাউইয়ের লিলংওয়ের আচিকোন্ডি কমিউনিটি ক্লিনিকে একটি শিশুর ওজন করছে মালাউইয়ের একজন নার্স।

মালাউইয়ের সরকার বেকার নার্সদের বিদেশে পাঠানোর পরিকল্পনা স্থগিত করার নির্দেশ দেওয়ার পর, দেশটির নার্স ইউনিয়ন প্রায় ২,০০০ নার্সকে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবে কাজ করার অনুমতি দেওয়ার জন্য প্রেসিডেন্ট লাজারাস চাকভেরাকে অনুরোধ করছেন।

মালাউইয়ের ন্যাশনাল অর্গানাইজেশন অফ নার্সেস অ্যান্ড মিডওয়াইভস (এনওএনএম) এক মাস আগে এই পরিকল্পনার ঘোষণা দিয়েছিল যে, মালাউইতে উচ্চ বেকারত্বের কারণে নার্সদের বিদেশে চাকরি নিতে বাধ্য করা হচ্ছে। তবে শ্রম মন্ত্রক গত ২রা আগস্ট সেই পরিকল্পনাটি বাতিল করার নির্দেশ দিয়ে বলেছে, শ্রম অভিবাসনের বিষয়ে ইউনিয়নের কোনও আইনি আদেশ নেই।

মালাউইয়ের শ্রম মন্ত্রী ভেরা কানতুকুলে ২রা আগস্ট ভিওএ-কে বলেন, এনওএনএম-কে শুধুমাত্র চিকিৎসা কর্মীদের একটি ইউনিয়ন বিবেচনা করে, পরিকল্পনাটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কানটুকুলে বলেন, নার্সদের সংগঠনটি তাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার আগে নার্সরা কাজ করতে যাচ্ছেন এমন দেশ এবং মালাউই সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকের প্রয়োজন ছিল।

শ্রমমন্ত্রী আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব দেশে চিকিৎসা কর্মীদের অভিবাসনে বিধিনিষেধ আরোপ করেছে, তাদের মধ্যে মালাউই অন্যতম।

তবে মালাউইতে নার্সদের সংগঠনের সভাপতি শাউটস সিমেজা বলেছেন, তিনি মন্ত্রকের এই অবস্থানে বিস্মিত।

সিমেজা বলেন, "মন্ত্রী এই জিনিসটি বাতিল করতে পারেন না। মন্ত্রীর কাছে এমন কোনও আদেশ নেই যে, তিনি আমাদের বলবেন আমাদের এখতিয়ার নেই। এটা আসলেই আমাদের প্রতি খুবই রূঢ় আচরণ।"

সিমেজা বলেন, বিদেশে নার্সদের চাকরি খোঁজার সিদ্ধান্ত নেয়া হয়েছে, কারণ মালাউইতে বর্তমানে প্রায় ৩,০০০ প্রশিক্ষিত নার্স বেকার রয়েছে।

মালাউই সরকার সম্প্রতি বলেছে, আর্থিক সীমাবদ্ধতার কারণে তারা এখন আর বেশি নার্স নিয়োগ করতে পারবে না।

গত ২রা আগস্ট মালাউইয়ের নার্স এবং ধাত্রীদের একটি দল এক বিবৃতিতে, প্রেসিডেন্ট চাকভেরাকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে এবং তাদের কয়েকজনকে বিদেশে কাজের জন্য পাঠানোর যে পরিকল্পনা শ্রম মন্ত্রক স্থগিত করেছে, তা রোধ করার জন্য মন্ত্রককে নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছে।

তবে, এ বিষয়ে চাকভেরা কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

XS
SM
MD
LG