অ্যাকসেসিবিলিটি লিংক

বালি আক্রমণকারীর সাজা কমানোতে হতবাক অস্ট্রেলিয়ানরা


ইন্দোনেশিয়ার মধ্য জাভা, সিডোয়ারজোর পোরং কারাগারে সাজা কমানোর চিঠি পাওয়ার পর মিডিয়ার সাথে কথা বলছেন দোষী সাব্যস্ত মুসলিম জঙ্গি উমর পাটেক। এসসিটিভি ভিডিও শট থেকে নেয়া ছবি। ১৭ই আগস্ট, ২০২২।
ইন্দোনেশিয়ার মধ্য জাভা, সিডোয়ারজোর পোরং কারাগারে সাজা কমানোর চিঠি পাওয়ার পর মিডিয়ার সাথে কথা বলছেন দোষী সাব্যস্ত মুসলিম জঙ্গি উমর পাটেক। এসসিটিভি ভিডিও শট থেকে নেয়া ছবি। ১৭ই আগস্ট, ২০২২।

২০০২ সালে বালি সন্ত্রাসী হামলার জন্য বোমা প্রস্তুতকারকের কারাদণ্ডের শাস্তি আবারো হ্রাস করেছে ইন্দোনেশিয়া সরকার। এ খবর নিশ্চিত হবার পর, বড় ধরনের ধাক্কা খেয়ে হতাশার সাথে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়া৷ ২০২২ সালের অক্টোবরে ওই হামলায় দুইশ’ দু’জন লোক মারা গিয়েছিল। নিহতদের মধ্যে ইন্দোনেশিয়া, ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের নাগরিকদের সাথে অস্ট্রেলিয়ারও ৮৮ জন ছিল।

হামলায় জড়িত আল-কায়েদা-সংশ্লিষ্ট জেমাহ ইসলামিয়াহ জঙ্গি গোষ্ঠীর সদস্য উমর পাটেককে ২০১২ সালে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এক দশক আগে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে দুটি নাইট ক্লাবে ওই হামলায় ব্যবহৃত বোমা তৈরির জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। গত সপ্তাহে, ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের ছুটি উপলক্ষে কয়েদিদের দেওয়া সাজা মওকুফের অংশ হিসাবে, ধাপে ধাপে তার শাস্তির মেয়াদ কমাতে কমাতে সর্বসাম্প্রতিক ধাপটিও মঞ্জুর করা হয়। ফলে এখন তিনি এই মাসে প্যারোলের জন্য যোগ্য, কারণ ইতোমধ্যে তিনি তার কারাগারের দুই-তৃতীয়াংশ সাজা ভোগ করে ফেলেছেন।

পাটেক এশিয়ার অন্যতম মোস্ট ওয়ান্টেড লোকদের অন্যতম এবং পাকিস্তানে গ্রেপ্তার হওয়ার আগে প্রায় এক দশক ধরে তিনি পলাতক ছিলেন।

এখন তার মুক্তির জন্য কেবল ইন্দোনেশিয়ার বিচার মন্ত্রকের চূড়ান্ত অনুমোদন দেওয়া বাকী।

বালি হামলার অন্যতম প্রধান হোতা শীঘ্রই মুক্ত হতে পারে, এই খবরে অস্ট্রেলিয়ায় ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।

XS
SM
MD
LG