প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার প্রাত্যহিক ভাষণে শনিবার বলেন, “আমার মনে আছে ‘উপদেষ্টাগণ’ আমাকে তখন কি বলেছিলেন এবং কি উপদেশ দিয়েছিলেন।… আমি জানি তাদের অনেকেই তখন বলা কথাগুলোর জন্য এখন লজ্জিত।… ইউক্রেনীয়রা প্রমাণ করেছে যে আমাদের জাতি অপরাজেয়, আমাদের প্রতিরক্ষা যোদ্ধারা অজেয়।”
জেলেন্সকি বলেন, “আমাদের এখনও লড়াই করতে হবে, আমাদের এখনও আরও অনেক কিছুই করতে হবে, আমাদের এখনও চেষ্টা চালিয়ে যেতে হবে এবং, দুর্ভাগ্যবশত, অনেক বেদনা সহ্য করে যেতে হবে। … তবে ইউক্রেনীয়রা নিজেদের নিয়ে, তাদের দেশকে নিয়ে, এবং তাদের বীরদের নিয়ে গর্ব করতে পারে।”
তিনি আরও বলেন, “আমাদের (এই বিষয়ে) সচেতন থাকা উচিত যে, এই সপ্তাহে রাশিয়া বিশেষ জঘন্য কিছু, বিশেষ নির্মম কিছু করার চেষ্টা করতে পারে। আমাদের শত্রু ঠিক এমনই। কিন্তু এই ছয় মাস ধরে, অন্য সপ্তাহগুলোতেও রাশিয়া সবসময় সেই একই কাজই করে গিয়েছে – যা জঘন্য ও নির্মম।”
এদিকে, শনিবার রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রাইমিয়ার আকাশ থেকে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে, রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে। এটি, রাশিয়ার কৃষ্ণ সাগর বহরের সদর দফতরে তিন সপ্তাহের মধ্যে এমন দ্বিতীয় ঘটনা।
ক্রাইমিয়ার গভর্নরের এক সহকারি, ওলেগ ক্রিয়ুশকভ, বিস্তারিত না বলে জানান যে, “ছোট ছোট ড্রোনের আক্রমণের কারণে’ ক্রাইমিয়ার পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সক্রিয় করা হয়েছে।
রাশিয়া ক্রাইমিয়াকে নিজস্ব ভূখণ্ড মনে করে। কিন্তু ২০১৪ সালে ক্রাইমিয়া দখল করে, অঞ্চলটিকে রাশিয়ায় অন্তর্ভুক্তিকরণ করার পর থেকে কখনো এটি মেনে নেয়নি ইউক্রেনের কর্মকর্তারা।
সেভাস্টোপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানান, যে ড্রোনটিকে গুলি করা হয়েছে, সেটি রুশ বহরের সদর দফতরের ছাদে গিয়ে পড়ে। তবে তাতে কোন হতাহত বা বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনাটি ক্রাইমিয়ায় অবস্থানকারী রুশ বাহিনীর দুর্বলতাকেই তুলে ধরে।