অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে যুবকদের বেকারত্বের হার প্রায় ২০ শতাংশ


ফাইল ছবি-বেইজিং-এর কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় সকালে ভিড়ের সময় নিত্য-যাত্রীরা একটি পাতাল রেল স্টেশনের মধ্যে হাঁটছেন। ৯ আগস্ট, ২০২২।
ফাইল ছবি-বেইজিং-এর কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় সকালে ভিড়ের সময় নিত্য-যাত্রীরা একটি পাতাল রেল স্টেশনের মধ্যে হাঁটছেন। ৯ আগস্ট, ২০২২।

১৯৯৯ সালে চীনে ১০ লাখেরও কম মানুষ কলেজ থেকে স্নাতক হয়েছে। এ বছর চীনে ১ কোটি ৭০ লাখ নতুন কলেজ স্নাতক বের হয়েছে, যারা চাকরির সন্ধান করছে। এই সংখ্যা আগের সব রেকর্ড ভঙ্গ করেছে।

সরকারি উপাত্ত অনুসারে, তাদের মধ্যে অনেকেই চাকরি খুঁজে পাওয়ার ক্ষেত্রে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে জুলাই মাসে, চীনে যুব-বেকারত্বের হার ১৯ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে। ২০১৮ সালের জানুয়ারিতে বেইজিং এই তথ্য প্রকাশ করা শুরু করার পর থেকে এটি সর্বোচ্চ হার। তখন যুব-বেকারত্বের হার ছিল ৯ দশমিক ৬ শতাংশ।

বেকারত্ব চীনের একটি বহু বছর ধরে চলে আসা সমস্যা। তবে, এর মানে এই নয় যে বর্তমানের বেকারত্বের হার কোনো ব্যাপার নয়। বরং বিশেষজ্ঞরা এর থেকে অন্য কিছু বলছেন। তারা ভয়েস অফ আমেরিকা ম্যান্ডারিন বিভাগকে বলেছেন, আগামী শরতকালে চীনের কমিউনিস্ট পার্টির ২০ তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে তার তৃতীয় মেয়াদের জন্য ক্ষমতা পাকা করবেন। যদিও মহামারীর কারণে আর্থিক মন্দা, ব্যাংকিং কেলেংকারি এবং তাদের বাণিজ্যিক ব্যবস্থার কারণে অর্থনীতি পিছু হটছে। আর কিছু বাড়ির মালিক এই পরিস্থিতির প্রতিবাদে তাদেরর্ ঋণের কিস্তি দেয়া বন্ধ করে দিয়েছে।

নিউইয়র্ক-ভিত্তিক বেসরকারি সংস্থা চায়না লেবার ওয়াচের প্রতিষ্ঠাতা লি কিয়াং-এর মতে, সম্ভবত চীনা জনগণ, বিশেষ করে আসন্ন কংগ্রেসের আগে, বেকারত্বের সংকট মোকাবেলায় শি যেন আরও কিছু পদক্ষেপ নেয়,সে দাবি জানাবে।

ভয়েস অফ আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে বিশেষজ্ঞরা জানায়, অর্থনীতি এবং কর্মসৃজন উদ্দীপিত করার উদ্দেশ্যে বেইজিং দীর্ঘদিন ধরে নীতি ও কর্মসূচি নিয়ে আসছে। চীনের কমিউনিস্ট পার্টি তাদের আলঙ্কারিক বক্তব্যে সব সময় শ্রমিক-কর্মীদের উচ্চ মূল্য দিয়ে থাকে।

XS
SM
MD
LG