অ্যাকসেসিবিলিটি লিংক

গুলিতে আবের মৃত্যুর ঘটনায় পদত্যাগ করছেন জাপানের পুলিশ প্রধান


জাপানের জাতীয় পুলিশ প্রধান ইতারু নাকামুরা টোকিওতে সংবাদ সম্মেলনের সময় কথা বলছেন।২৫ আগস্ট, ২০২২।
জাপানের জাতীয় পুলিশ প্রধান ইতারু নাকামুরা টোকিওতে সংবাদ সম্মেলনের সময় কথা বলছেন।২৫ আগস্ট, ২০২২।

জাপানের জাতীয় পুলিশ প্রধান বৃহস্পতিবার বলেছেন, গত মাসে একটি প্রচারাভিযানে বক্তব্য দেওয়ার সময়, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর হওয়া প্রাণঘাতী গুলি বর্ষণের দায় নিতে তিনি পদত্যাগ করবেন।

জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির একটি প্রতিবেদনে ওঠে আসে, কীভাবে সংস্থাটি ৮ জুলাই আবের জীবন বাঁচাতে ব্যর্থ হয়েছিল। এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর, পুলিশ প্রধান ইতারু নাকামুরা তার পদত্যাগের ঘোষণা দেন। শিনজো আবেকে পশ্চিম জাপানের নারা অঞ্চলে গুলি করে হত্যা করা হয়েছিল।

পুলিশের প্রতিবেদনে, আবের পুলিশ সুরক্ষায় ফাঁক পাওয়া গেছে। সুরক্ষা ব্যবস্থার ফাঁক-ফোকরের কারণে অভিযুক্ত হামলাকারী তাকে পেছন থেকে গুলি করার সুযোগ পেয়েছে।

পদত্যাগ কবে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে, তা নাকামুরা জানাননি।

অভিযুক্ত বন্দুকধারী তেতসুইয়া ইয়ামাগামিকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছিল। এখন তার মানসিক অবস্থার মূল্যায়ন চলছে, তাকে এই মূল্যায়নের অধীন রাখা হবে নভেম্বর পর্যন্ত। ইয়ামাগামি পুলিশকে বলেছেন, ইউনিফিকেশন চার্চের সাথে আবের সম্পর্কের কারণে তাকে ঘৃণা করতেন এবং আবে-কে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন।

বৃহস্পতিবার হত্যার ৪৯তম দিন উপলক্ষে, বৌদ্ধ ধর্মের রীতি অনুযায়ী, পারিবারিক পরিসরে আবেকে তার পরিবার শ্রদ্ধা জানিয়েছে।

XS
SM
MD
LG