অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া যদি সমস্ত গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, ইউরোপ তা মোকাবিলায় 'ভালভাবে প্রস্তুত' : ইইউ নেতা


জার্মানির লুবমিনে গ্যাস পরিবহন এবং পাইপলাইন নেটওয়ার্ক অপারেটর গ্যাসকেডের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস গ্রহণ এবং বিতরণের পদ্ধতিগুলি দেখা যাচ্ছে এই ছবিতে। ৩০ আগস্ট, ২০২২।
জার্মানির লুবমিনে গ্যাস পরিবহন এবং পাইপলাইন নেটওয়ার্ক অপারেটর গ্যাসকেডের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস গ্রহণ এবং বিতরণের পদ্ধতিগুলি দেখা যাচ্ছে এই ছবিতে। ৩০ আগস্ট, ২০২২।

ইউক্রেনের যুদ্ধ নিয়ে রাশিয়া এবং পশ্চিমের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে শনিবার ইইউ’র একজন শীর্ষ নেতা বলেছেন, যদি রাশিয়া তার সমস্ত গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবুও ইউরোপের যে পরিমাণে জ্বালানি সংরক্ষণ ক্ষমতা এবং সংরক্ষণ ব্যবস্থা আছে, তা নিয়ে জ্বালানি সংকট মোকাবেলায় আমরা খুব "ভালভাবে প্রস্তুত" আছি।

ইতালিতে একটি অর্থনৈতিক ফোরামের ফাঁকে ইইউ’র অর্থনীতি বিষয়ক কমিশনার পাওলো জেন্টিলোনি সংবাদদাতাদের বলেন, "আমরা রাশিয়ার গ্যাস অস্ত্রের চরম ব্যবহার প্রতিহত করার জন্য পুরপুরি প্রস্তুত। "আমরা [রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির] পুতিনের সিদ্ধান্তে ভীত নই, আমরা রুশদের বলছি পূর্বের চুক্তিকে সম্মান করতে, কিন্তু যদি তারা তা না করে, তবে আমরা তার যথাযথ প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।"

জার্মানির প্রধান গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম-১ পুনরায় চালু করতে বিলম্ব করার বিষয়ে শুক্রবার যে সিদ্ধান্ত মস্কো নিয়েছে, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে এই মন্তব্য করেন জেন্টিলোনি।

নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ পুনরায় চালু করার কয়েক ঘন্টা আগে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যাজপ্রম বলেছে, তারা জার্মানিতে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ পুনরায় শুরু করতে পারছে না। রাশিয়া এই পদক্ষেপের জন্য পাইপলাইনে প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছে। এর ফলে, ইউরোপের জ্বালানি সংকটের আরও অবনতি ঘটার আশংকা সৃষ্টি হয়েছে।

ইউরোপীয় কমিশনের মুখপাত্র এরিক মামার শুক্রবার এক টুইট বার্তায় বলেছেন, গ্যাজপ্রম পাইপলাইনটি বন্ধ করার জন্য তারা একটা "মিথ্যা অজুহাত " দিচ্ছে।

টারবাইন-নির্মাতা প্রতিষ্ঠান সিমেন্স এনার্জি শুক্রবার জানিয়েছে, প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করার কোনও প্রযুক্তিগত কারণ নেই।

গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণে বাধা দেওয়ার জন্য রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলিকে দায়ী করেছে মস্কো। অন্যদিকে, ইউরোপ রাশিয়াকে অভিযুক্ত করেছে যে তারা ইউরোপীয় নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিশোধ নিতেই গ্যাস সরবরাহ নিয়ে টালবাহানা করছে।

শুক্রবার, উন্নত দেশসমূহের সংগঠন জি-৭ ভুক্ত দেশগুলির অর্থমন্ত্রীরা বলেছিলেন, তারা রাশিয়ার তেল রপ্তানির মূল্যসীমা কার্যকর করার জন্য খুব দ্রুত কাজ করবে।

ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীরা বলেছেন, এই মূল্যসীমা নির্ধারণের পরিমাণ, "প্রযুক্তিগত সুযোগ-সুবিধার পরিসরের ভিত্তিতে" নির্ধারণ করা হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জি-৭ অর্থমন্ত্রীদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

[ এই প্রতিবেদনটি তৈরি করেছেন মার্গারেট বেশির। আর এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে ]।

XS
SM
MD
LG