অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন জেলেনস্কি


ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে সাক্ষাৎ করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ৮ সেপ্টেম্বর ২০২২।
ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে সাক্ষাৎ করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ৮ সেপ্টেম্বর ২০২২।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার প্রাত্যহিক বক্তব্যে জানান যে, তিনি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এগুলোর মধ্যে, রাশিয়াকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণার বিষয়টি আলোচনায় স্থান পায়। এক অঘোষিত সফরে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন কিয়েভ সফরে যান।

এদিকে, যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জানায় যে, তারা ইউক্রেন ও রুশ আগ্রাসনের হুমকিতে থাকা অপর ১৮টি ইউরোপীয় দেশে ২২০ কোটি ডলারের দীর্ঘমেয়াদী সামরিক সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে। এছাড়া, রুশ হামলার বিরুদ্ধে লড়াই করতে গোলাবারুদের নতুন এক প্যাকেজ হিসেবে ইউক্রেনের সরকারকে সরাসরি ৬৭ কোটি ৫০ লাখ ডলার দেওয়ারও পরিকল্পনা করা হয়েছে।

সার্বিকভাবে, ঘোষিত নতুন এই সহায়তা প্যাকেজের মধ্য দিয়ে, গত বছরের জানুয়ারিতে বাইডেন দায়িত্ব গ্রহণের পর থেকে, ইউক্রেন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের মোট সহায়তাকে ১,৫২০ কোটি ডলারে উন্নীত করবে। ৬৭.৫ কোটি ডলারের সামরিক সহায়তাটির মধ্যে রয়েছে ভারী অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সাঁজোয়া যান।

পৃথক এক বিবৃতিতে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক বলেছে, এই সহায়তার, সংশ্লিষ্ট দেশগুলো এবং নেটো ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের মধ্যে সামরিক সংহতি বৃদ্ধি করবে। আর, এটি “তাদের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখন্ডতার প্রতি সৃষ্ট হুমকি প্রতিহত করতে ও প্রতিরক্ষা করতে” তাদেরকে সহায়তা করবে।

কংগ্রেসের প্রত্যাশিত অনুমোদন সাপেক্ষে, ২২০ কোটি ডলারের মধ্যে প্রায় ১০০ কোটি ডলার ইউক্রেনের জন্য বরাদ্দ করা হবে। বাকি অর্থ আলবেনিয়া, বসনিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, এস্তোনিয়া, জর্জিয়া, গ্রীস, কসোভো, লাটভিয়া, লিথুয়ানিয়া, মলডোভা, মন্টেনিগ্রো, নর্থ ম্যাসেডোনিয়া, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ার মধ্যে ভাগ করা দেওয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে।

XS
SM
MD
LG