অ্যাকসেসিবিলিটি লিংক

নামাজি চিকিৎসার জন্য এখন সংযুক্ত আরব আমিরাতে


ইরানের হাতে আটক ইরানি বংশোদ্ভূত আমেরিকান বাকার নামাজি ৫ অক্টোবর চিকিৎসার জন্য ওমানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তবে তার ৫০ বছর বয়সী ছেলে ইরানেই রয়েছেন।
ইরানের হাতে আটক ইরানি বংশোদ্ভূত আমেরিকান বাকার নামাজি ৫ অক্টোবর চিকিৎসার জন্য ওমানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তবে তার ৫০ বছর বয়সী ছেলে ইরানেই রয়েছেন।

ইরানি বংশোদ্ভূত আমেরিকান বাকার নামাজি ইরান ছাড়ার অনুমতি পাওয়ার পর চিকিৎসার জন্য বুধবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন যে ৮৫ বছর বয়সী নামাজি বলেছেন, “যারা তার মুক্তির জন্য নিরলসভাবে কাজ করেছেন, তাদের সবাইকে আমরা যেন তার পক্ষ থেকে গভীর ধন্যবাদ জানাই ।”

জাতিসংঘের সাবেক এই কর্মকর্তাকে ইরান ২০১৬ সালে একটি বৈরী সরকারের সাথে সহযোগিতা করার জন্য দোষী সাব্যস্ত করে তাকে ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়। তবে ২০১৮ সালে চিকিৎসার কারণে তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দী করে রাখা হয়।

ব্লিংকেন বলেন, নামাজিকে“অন্যায়ভাবে আটক” করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র “ইরানে ও সারা বিশ্বে অন্যায়ভাবে আটক থাকা সব আমেরিকান নাগরিককে মুক্ত করতে”প্রতিশ্রুতিবদ্ধ।

২০১৬ সালে নামাজির ছেলে সিয়ামাককেও একই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। উভয়কে দোষী সাব্যস্ত করাকে যুক্তরাষ্ট্র ভিত্তিহীন বলে বর্ণনা করেছে।

বাকার নামাজির আরেক ছেলে বাবাক নামাজি তাদের পরিবারের আইনজীবীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, তার বাবার মুক্তির খবরে মিশ্র প্রতিক্রিয়া অনুভব করেছেন কারণ তার ভাই এবং অন্যান্য আমেরিকান এখনও ইরানে আটক রয়েছেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া

XS
SM
MD
LG