অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ক্রমবর্ধমান বিপর্যয়ের ফলে সমালোচনার শিকার রাশিয়া


পূর্ব ইউক্রেনের ওস্কিল নদীর পূর্ব তীরে ইয়াতসকিভকায় একটি ধ্বংসপ্রাপ্ত রাশিয়ান ট্যাঙ্ক দেখা যাচ্ছে৷ ৭ অক্টোবর, ২০২২।
পূর্ব ইউক্রেনের ওস্কিল নদীর পূর্ব তীরে ইয়াতসকিভকায় একটি ধ্বংসপ্রাপ্ত রাশিয়ান ট্যাঙ্ক দেখা যাচ্ছে৷ ৭ অক্টোবর, ২০২২।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের শনিবার টুইটারে পোস্ট করা একটি গোয়েন্দা আপডেট অনুসারে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক "রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন মহল থেকে ক্রমবর্ধমান" সমালোচনার মুখে পড়েছে। "গত দুই সপ্তাহে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ক্রমাগত বিপর্যয়" এই সমালোচনার কারণ বলে মন্ত্রক জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক বিপর্যয়ের জন্য যারা যারা সমালোচনা করছেন, তাদের মধ্যে রয়েছে: "চেচেন নেতা রমজান কাদিরভ, ওয়াগনার গ্রুপের প্রাইভেট মিলিটারি কোম্পানির মালিক ইয়েভজেনি প্রিগোজিন, রাষ্ট্র-অনুমোদিত টিভি উপস্থাপক, পপ তারকা এবং অতি-জাতীয়তাবাদী সামরিক ব্লগারদের একটি ক্রমবর্ধমান সোচ্চার সম্প্রদায়।"

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক বলেছে "সমালোচকরা সিনিয়র রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তে, সামরিক হাইকমান্ডের দিকেই দৃষ্টি নিবদ্ধ করেছে।"

রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, ক্রাইমিয়াকে রাশিয়ার সাথে সংযোগকারী রেল ও হাইওয়ে সেতুতে একটি ট্রাক বিস্ফোরণে রাস্তার কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের ফলে ব্রিজ অতিক্রমকারী ট্রেনে থাকা সাতটি জ্বালানি ট্যাঙ্কারে আগুন ধরে যায়।

বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক ক্ষতিগ্রস্ত সেতুটির একটি ছবি টুইট করেছেন, যার ক্যাপশনে লেখা ছিল “ক্রাইমিয়া, সেতু, সবে মাত্র শুরু। বেআইনি সবকিছু ধ্বংস করতে হবে, চুরি হওয়া সবকিছু ইউক্রেনে ফেরত দিতে হবে, রাশিয়ার দখলে থাকা সবকিছুকে অবশ্যই বিতাড়িত করতে হবে।”

রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভ এবং দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়াসহ নিজেদের দখলে নেওয়ার দাবি করে, এমন এলাকাগুলিতে আক্রমণ কেন্দ্রীভূত করেছে।

বার্তা সংস্থা এপি’র খবরে বলা হয়েছে, খারকিভের মেয়র ইহর তেরেখভ টেলিগ্রামে বলেছেন, শনিবার ভোরে খারকিভের কেন্দ্রস্থলে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়। তিনি বলেন, বিস্ফোরণের ফলে একটি চিকিৎসা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

জাপোরিঝিয়া অঞ্চলের ইউক্রেনের গভর্নর বলেছেন, রুশ বাহিনী শুক্রবার আঞ্চলিক রাজধানীটিতে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেখানে তারা প্রথমবারের মতো ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করেছে।

জাপোরিঝিয়া শহরের অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলিতে এর আগের ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪-তে দাঁড়িয়েছে।

মস্কো-অধিভুক্ত অন্যান্য এলাকায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের বাহিনী লিমান শহরের কাছে ইউক্রেনের অগ্রগতি প্রতিহত করেছে এবং পূর্ব ডোনেটস্ক অঞ্চলের অন্য কোথাও তিনটি গ্রাম পুনর্দখল করেছে। মন্ত্রক আরও বলেছে, রুশ বাহিনী ইউক্রেনের সেনাদের খেরসন অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে অগ্রসর হতে বাধা দিয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার তাঁর ভিডিও ভাষণে বলেন, ইউক্রেনীয় বাহিনী তাদের সর্বশেষ আক্রমণে দেশের পূর্বাঞ্চলে মোট ২,৪৩৪ বর্গকিলোমিটার এলাকা এবং ৯৬টি বসতি পুনরুদ্ধার করেছে।

জেলেন্সকি আরও বলেন, গত সপ্তাহে কিইয়েভের বাহিনী পূর্বাঞ্চলে ৭৭৬ বর্গকিলোমিটার এলাকা এবং ২৯টি বসতি পুনর্দখল করেছে।

ইউক্রেনের বাহিনী পূর্বে রাশিয়ার দখলে থাকা এলাকায় অগ্রসর হওয়ার সাথে সাথে কর্মকর্তারা গণকবরের সন্ধানের কথা জানিয়েছেন।

ডোনেটস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো শুক্রবার টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের বাহিনী দ্বারা সম্প্রতি পুনরুদ্ধার করা পূর্বাঞ্চলীয় শহর লাইমানে কর্মীরা অজানা সংখ্যক নিহত মানুষের একটি গণকবর খুঁজে পেয়েছেন। তিনি বলেন, শহরে ২০০টি পৃথক কবরসহ আরেকটি কবরস্থানও পাওয়া গেছে।

ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রকের একটি প্রতিবেদন শুক্রবার বলেছে, গত মাসে দেশটির উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে ৫৩০ জন বেসামরিক লোকের মৃতদেহ পাওয়া গেছে।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG