ক্রাইমিয়ার সেভাস্তোপোল শহরের রুশ সমর্থিত গভর্নর টেলিগ্রামে পোস্টে বলেছেন, শনিবার অর্থোডক্স বড়দিনে বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে। এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যে মিখাইল রাজভোজায়েভ বলেন, ইউক্রেন এই ড্রোনটি পাঠিয়েছিল।
রাজভোজায়েভ লিখেছেন, "এমনকি বড়দিনের পবিত্র ছুটির দিনটিতেও এই অমানবিক মানুষেরা আমাদের প্রধান শহরে আক্রমণ করার চেষ্টা বন্ধ করেনি।”
রাশিয়া ২০১৪ সালে ক্রাইমিয়াকে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয়। ইউক্রেন বলেছে, আগ্রাসন শুরু হওয়ার আগে রাশিয়া ইউক্রেনের যে সব অঞ্চল দখল করেছিল এবং তারপর থেকে তারা যে অঞ্চলগুলো দখল করেছে তা পুনরুদ্ধার করতে চায় তারা।
কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরটি সেভাস্তোপোলে অবস্থিত।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনের একটি ক্যাথিড্রালে অর্থোডক্স বড়দিন পালন করেন। গিল্ডেড ক্যাথিড্রাল অফ দ্য অ্যানানসিয়েশনে মধ্যরাতের প্রার্থনায় রুশ প্রেসিডেন্ট একমাত্র উপাসক ছিলেন।
রাশিয়ার অর্থোডক্স চার্চ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে সমর্থন করে।
রাশিয়ায় অর্থোডক্স বড়দিন পালনের জন্য পুতিন শুক্রবার দুপুর থেকে একতরফাভাবে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। তবে যুদ্ধ থামেনি বলে ধারণা করা হচ্ছে।
শনিবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সম্পর্কে একটি হালনাগাদ গোয়েন্দা প্রতিবেদনে বলেছে, "অর্থোডক্স বড়দিনের সময একটি স্বাভাবিক মাত্রায় লড়াই অব্যাহত রয়েছে। লুহানস্ক ওব্লাস্টের ক্রেমিনা শহর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্ষেত্রগুলির মধ্যে একটি। সেখানেই এখনও লড়াই অব্যাহত রয়েছে।
ব্রিটিশ মন্ত্রক বলেছে, গত তিন সপ্তাহ ধরে ক্রেমিনাকে ঘিরে যে লড়াই চলছে, তা শহরটির পশ্চিমে ঘন বনভূমির দিকে কেন্দ্রিভূত হয়েছে। সেখানকার কাঁটাময় বনভূমি এই শীতকালেও আকাশ পর্যবেক্ষণ থেকে কিছুটা সুরক্ষা দেয়। উভয় পক্ষই এখানে যথাযথভাবে গোলাবর্ষণের চেষ্টা চালাচ্ছে। বনভূমিতে লড়াইটা যেমনটা হয়, স্বল্প দূরত্ব থেকে পদাতিক বাহিনীকে ছত্রভঙ্গ করার জন্য এখন লড়াই চলছে।
“