মঙ্গলবার কানাডা,মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের নেতারা মেক্সিকো সিটিতে একটি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য মিলিত হবেন। হোয়াইট হাউজ বলেছে, সম্মেলনে এই অঞ্চলের নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতার ওপর আলোকপাত করা হবে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যকার ত্রিমুখী আলোচনার পরে এক পার্শ্ব বৈঠকে যুক্তরাষ্ট্র এবং কানাডার কর্মকর্তারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করার উপায় নিয়ে আলোচনা করবেন।
সোমবার লোপেজ ওব্রাডর উত্তর আমেরিকা মহাদেশে বৃহত্তর অর্থনৈতিক একীকরণের আহ্বান জানিয়েছেন।
হোয়াইট হাউজ উল্লেখ করেছে যে, আলোচনাটি জটিল এবং এতে সুক্ষ মতপার্থক্য ছিল।
মেক্সিকো সীমান্ত পেরিয়ে নথিভুক্ত নয় এমন হাজার হাজার অভিবাসীর আগমনের বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করার জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসের শহর এল পাসো পরিদর্শন করার পরে রবিবার দেরিতে বাইডেন মেক্সিকোতে পৌঁছান।
প্রতি মাসে ৩০ হাজার কিউবান, হাইতিয়ান, নিকারাগুয়ান এবং ভেনেজুয়েলানদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হবে। তারা বিদেশ থেকে আবেদন করলে, ব্যাকগ্রাউন্ড চেক পাস করলে এবং যুক্তরাষ্ট্রে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে পারে এমন কেউ আছে তা প্রমাণিত হলে তারা দুই বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করতে পারবে- এমন ঘোষণার কয়েকদিন
টাইটেল ৪২ নামে পরিচিত এই আদেশটি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার উদ্বেগের প্রেক্ষিতে জারি করা হয়েছিল। এর মাধ্যমে অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশের বা প্রবেশের স্থানগুলো থেকে দূরে রাখার প্রচেষ্টা হাতে নেয়া হয়।
অভিবাসন-প্রত্যাশীরা অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে দ্রুত অপসারণের মাধ্যমে তাদেরকে নিজ দেশে নির্বাসনে পাঠানো হয়।
ওয়াশিংটন থেকে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা এলিন ব্যারোস এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এ প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেয়া হয়েছে।