অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন এবং রাশিয়া সোলেদারে তীব্র যুদ্ধের কথা জানিয়েছে


বাখমুতে চলমান যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যরা বিমান-বিধ্বংসী কামান থেকে গুলি ছুঁড়ছে (১০ জানুয়ারি, ২০২৩)।
বাখমুতে চলমান যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যরা বিমান-বিধ্বংসী কামান থেকে গুলি ছুঁড়ছে (১০ জানুয়ারি, ২০২৩)।

রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার সোলেদারে প্রচণ্ড যুদ্ধ অব্যাহত রয়েছে। এর আগে রুশ ভাড়াটে সৈনিক দল ওয়াগনার গ্রুপ পূর্ব ইউক্রেনের এই শহরের দখল নেওয়ার দাবি করেছিল।

ওয়াগনার গ্রুপের দাবির কয়েক ঘণ্টা পরে রুশ সামরিক বাহিনী জানায়, যুদ্ধ তখনও অব্যাহত রয়েছে এবং রুশ এয়ারবোর্ন বাহিনীর সদস্যরা শহরটিকে উত্তর ও দক্ষিণ দিক দিয়ে ঘিরে ফেলেছে।

ইউক্রেনের পূর্ব সামরিক কমান্ড-এর মুখপাত্র টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানান, সোলেদারের পরিস্থিতি “জটিল”।

এ অঞ্চলটি চলমান সংঘাতের সবচেয়ে সক্রিয় অংশগুলোর একটি। যার ফলে স্বাধীনভাবে পরিস্থিতির মূল্যায়ন করা খুব কঠিন।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক মঙ্গলবার জানায়, ওয়াগনার ও রুশ বাহিনী সম্ভবত সোলেদারের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। শহরটি চলমান অভিযানে রাশিয়ার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু বাখমুতের খুব কাছে অবস্থিত।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আনতোনভ মঙ্গলবার জানান, ওকলাহোমার ফোর্ট সিলে ইউক্রেনীয় সেনাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রশিক্ষণ এটাই নিশ্চিত করছে, যে “ওয়াশিংটন ইউক্রেনীয় সংঘাতে প্রায়-অংশগ্রহণ করছে”।

রুশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, আনতোনভ সংবাদদাতাদের আরও জানান, “ (যুক্তরাষ্ট্রের) প্রশাসনের মূল লক্ষ্য হচ্ছে ইউক্রেনকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ওপর যত বেশি সম্ভব আঘাত করা”।

পেন্টাগনের প্রেস সচিব ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার মঙ্গলবার পেন্টাগনে অনুষ্ঠিত এক ব্রিফিং এ জানান, ফোর্ট সিলে প্রশিক্ষণ কার্যক্রম “আগামী সপ্তাহে” শুরু হতে পারে।

তিনি আরও জানান, “এই প্রশিক্ষণ প্রায় ৯০ থেকে ১০০ জন ইউক্রেনীয় সেনাকে কয়েক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থার পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও একে টিকিয়ে রাখতে শেখাবে”। রাইডার আরও জানান, একটি প্যাট্রিয়ট ব্যাটারি ইউক্রেনের জন্য রাশিয়ার পক্ষ থেকে আসা আকাশপথে হামলার বিরুদ্ধে প্রতিরক্ষায় আরও একটি সক্ষমতা যোগ করবে।

রাইডার জানান, যুক্তরাষ্ট্র “প্রশিক্ষণকে আরও দ্রুত করার” উপায় খুঁজবে, যাতে ইউক্রেনীয়রা যত দ্রুত সম্ভব যুদ্ধক্ষেত্রে ফিরতে পারে।

XS
SM
MD
LG