অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সের একটি শহর ইরানের খোমেনির সাথে তাদের সংযোগের চিহ্ন ঢেকে দেবে


তেহরানের জামারান মসজিদের বাইরে একজন নারী আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ছবির সামনে দিয়ে যাচ্ছেন। ৩ জুন, ২০০৫। ফাইল ছবি।
তেহরানের জামারান মসজিদের বাইরে একজন নারী আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ছবির সামনে দিয়ে যাচ্ছেন। ৩ জুন, ২০০৫। ফাইল ছবি।

ফ্রান্সের একটি শহর ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সাথে তাদের সংক্ষিপ্ত সংযোগ চিহ্ন জনসাধারণের দৃষ্টিসীমা থেকে আড়ালে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

খোমেনির একটি প্রতিকৃতিসহ এই চিহ্নটি প্যারিসের বাইরে নিয়াওফল-ল-শ্যাঁতোতে ব্যক্তিগত একটি জমিতে রাখা আছে, কিন্তু সেটি রাস্তা থেকে দৃশ্যমান।

খোমেনি ইরানে ফিরে যাবার আগে ১৯৭৮ সালের শেষ দিকে এবং ১৯৭৯ সালের শুরুর দিকে কয়েক মাস সেখানে অবস্থান করেছিলেন।

পুলিশ হেফাজতে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর ফলে ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে ৪০টি দল একত্রে শহরের কর্তৃপক্ষকে খোমেনির সাথে তাদের সংযোগ থেকে নিজেদের দূরে রাখতে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে বলেছিল। এর মধ্যে একটি ছিল ছবিটি ঢেকে দেয়া।

ইন্টারন্যাশনাল উইমেন ল লিগ ফেসবুকে পোস্ট করেছে যে বুধবার তাদের প্রতিনিধিরা শহরের মেয়র এলিজাবেথ স্যান্ডজিভির সাথে তাদের দাবি নিয়ে আলোচনার জন্য সাক্ষাৎ করেছেন।

এএফপি জানিয়েছে, স্যান্ডজিভি তাদেরকে জানিয়েছেন ছবিটি “ঢেকে দেয়া হবে”, সম্ভবত এটি ঢেকে দেয়ার জন্য ফুটপাতে বড় একটি প্যানেল স্থাপন করা হবে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG