রাশিয়ার সর্বোচ্চ সামরিক কর্মকর্তাকে বুধবার ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, পদক্ষেপটি বর্তমান নেতৃত্ব নিয়ে ক্রেমলিনের অসন্তোষ ও কার্যোদ্ধারে সামরিক বাহিনীর ত্রুটির বিষয়গুলোকে প্রতিফলিত করে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানায় যে, রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান, জেনারেল ভ্যালেরি গেরাসিমভ-কে ইউক্রেনে সম্মিলিত বাহিনীর কমান্ডার হিসেবে অভিহিত করা হয়েছে।
এর পূর্ববর্তী কমান্ডার, জেনারেল সার্গেই সুরোভিকিন-এর পদাবনতি ঘটিয়ে তাকে গেরাসিমভ এর সহকারি হিসেবে নিযুক্ত করা হয়েছে। সহকারি হিসেবে আরও দুই জেনারেলও রয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু’র আনুষ্ঠানিক আদেশে হওয়া এই রদবদলটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুমতিতেই করা হয়েছে। এটি ইঙ্গিত করে যে, পুতিনের এখনও নিজের সর্বোচ্চ সামরিক কর্মকর্তাদের উপর ভরসা রয়েছে, যারা সংঘাতটিতে সৈন্যদের কাজের কারণে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন।
ইউক্রেনে পুতিনের ভাষ্যমতে চালানো “বিশেষ সামরিক অভিযানটি” পরিচালনার ক্ষেত্রে ত্রুটিগুলো স্বীকার করে নেওয়ারও আভাস দেয় এমন পদক্ষেপ।
গেরাসিমভ-এর নিযুক্তির ঘোষণা দেওয়ার সময়ে প্রতিরক্ষা মন্ত্রক বলে যে, পদক্ষেপটি ইউক্রেনে লড়াইরত বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় উন্নয়নের উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক বলে যে, “বিশেষ সামরিক অভিযানটির নেতৃত্বের মাত্রা বৃদ্ধি করা, অভিযানটির অংশ হিসেবে পরিচালিত কার্যক্রমগুলোর মাত্রার সম্প্রসারণের সাথে এবং সামরিক বাহিনীর বিভিন্ন শাখাগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের প্রয়োজনীয়তার সাথে এবং সরবরাহের মান ও বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়ার নৈপুণ্য বৃদ্ধির সাথে সম্পর্কিত।”