অ্যাকসেসিবিলিটি লিংক

সোলেদারের নিয়ন্ত্রণ দাবি করেছে রাশিয়া


ভিডিও থেকে নেয়া এই হ্যান্ডআউট ছবিটি ২০২৩ সালের ১৩ জানুয়ারি রুশ প্রতিরক্ষা মন্ত্রকের প্রেস বিভাগের দ্বারা প্রকাশিত। ছবিটিতে রাশিয়ার স্ব-চালিত ১৫২ দশমিক ৪ মিমি হাউইটজার এমএসটিএ ইউক্রেনের অজ্ঞাত এক স্থানে একটি মিশনে গুলি চালাচ্ছে।
ভিডিও থেকে নেয়া এই হ্যান্ডআউট ছবিটি ২০২৩ সালের ১৩ জানুয়ারি রুশ প্রতিরক্ষা মন্ত্রকের প্রেস বিভাগের দ্বারা প্রকাশিত। ছবিটিতে রাশিয়ার স্ব-চালিত ১৫২ দশমিক ৪ মিমি হাউইটজার এমএসটিএ ইউক্রেনের অজ্ঞাত এক স্থানে একটি মিশনে গুলি চালাচ্ছে।

শুক্রবার রাশিয়া বলেছে, তারা ইউক্রেনের লবণ খনির শহর সোলেদারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে সোলেদারের নিয়ন্ত্রণ নেয়া হয়েছে।

রাশিয়ার সর্বসাম্প্রতিক এই দাবির বিষয়ে ইউক্রেন কোন মন্তব্য করেনি।

সোলেদারের জন্য কয়েক মাস ধরে যুদ্ধ চলছে এবং উভয় পক্ষই বিভিন্ন সময়ে শহরটি নিয়ন্ত্রণের দাবি করেছে।

বৃহস্পতিবার ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেন, সোলেদারে প্রচণ্ড লড়াই হয়েছে তবে ইউক্রেনের বাহিনী শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

পূর্ব ইউক্রেনের এই শহরটি কে নিয়ন্ত্রণ করছে তা নিয়ে পরস্পরবিরোধী দাবির একদিন পরে মালিয়ার এ কথা বলেন।

অঞ্চলটিতে সবচেয়ে সক্রিয় সংঘর্ষ চলছে, পরিস্থিতির নিরপেক্ষ মূল্যায়ন করা কঠিন হয়ে উঠেছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বিবিসিকে বলেন, ইউক্রেন কার্যত নেটোর সদস্য।

মন্ত্রী বলেন, তার দেশ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় অস্ত্র এবং প্রশিক্ষণ পেয়েছে।

তিনি বলেন, “আমি নিশ্চিত যে, অদূর ভবিষ্যতে আমরা নেটোর বিধিসম্মত সদস্য হবো।”

পুতিন রাষ্ট্রীয় টেলিভিশনে একজন উর্ধ্বতন মন্ত্রীর প্রকাশ্যে সমালোচনা করার পরে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়্যার বলেছে যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত “রাশিয়ার প্রতিরক্ষা শিল্প ঘাঁটির সরঞ্জাম এবং প্রযুক্তিগত ঘাটতি মোকাবিলার জন্য বলির পাঁঠা খুঁজছেন।”

এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG