অ্যাকসেসিবিলিটি লিংক

চীন, রাশিয়াকে মোকাবেলা করার বিষয়ে জোর দেওয়া হবে বাইডেন-কিশিদা সম্মেলনে


জাপানের রাজধানী টোকিও-তে জাপান-যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-ভারত ফেলোশিপ ফাউন্ডিং সেলিব্রেশন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ২৪ মে ২০২২। (ফাইল ফটো)
জাপানের রাজধানী টোকিও-তে জাপান-যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-ভারত ফেলোশিপ ফাউন্ডিং সেলিব্রেশন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ২৪ মে ২০২২। (ফাইল ফটো)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার হোয়াইট হাউজে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-কে স্বাগত জানান। কিশিদার সফরটি যুক্তরাষ্ট্র-জাপান কৌশলগত মৈত্রী ও মূলত চীন থেকে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মধ্যে জাপানের জন্য ক্রমবর্ধমান ঝুঁকিসহ ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিষয়ে জোর দিবে।

বাইডেন-ফুমিও সম্মেলনের পূর্বে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসা ও প্রতিরক্ষামন্ত্রী হামাদা ইয়াসুকাজে’র সাথে মিলে প্রতিরক্ষা কাঠামো, সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা ও কমান্ড ব্যবস্থার ক্ষেত্রে একাধিক পরিবর্তনের সূচনা করেন। এসবের মধ্যে ওকিনাওয়া-তে অবস্থিত যুক্তরাষ্ট্রের মেরিন কোর ইউনিটগুলোর পুনর্বিন্যাসও রয়েছে।

বুধবার ওয়াশিংটনে ঘোষিত এই পরিবর্তনগুলো এমন বিষয়ের ইঙ্গিত করে যে, চীন তাইওয়ান আক্রমণ করলে বা উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করে আঘাত হানলে, ইন্দো-প্যাসিফিকে একটি যুদ্ধের সম্ভাবনার বিষয়টি এই দুই মিত্র দেশ আরও বেশি গুরুত্বের সাথে বিবেচনা করছে। এটি জাপানের জাতীয় নিরাপত্তা কৌশলটিকেও কার্যকর করেছে। ঐ কৌশলটি গত ডিসেম্বরে প্রকাশ করা হয়। তাতে এমন সম্ভাবনার বিষয়ে সতর্ক করা হয়েছে যে, “ভবিষ্যতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি গুরুতর পরিস্থিতি উদ্ভূত হতে পারে, বিশেষ করে পূর্ব এশিয়াতে”। তাতে এমন দূর-পাল্লার “পাল্টা আক্রমণের” সক্ষমতা তৈরিরও আহ্বান জানানো হয়েছে, যা কিনা চীনের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে।

কিশিদার সরকার ২০২৭ সাল নাগাদ জাপানের প্রতিরক্ষা বাজেটও দ্বিগুণ করে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২% করার পরিকল্পনা করছে। এটি জাপানকে সামরিক খাতে ব্যয়ের বিবেচনায় বিশ্বের সর্বোচ্চ পাঁচটি দেশের তালিকায় নিয়ে আসবে।

পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের সমর্থনেই নেওয়া হয়েছে। হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারিন জ্যাঁ-পিয়ের বুধবার এক ব্রিফিংয়ে ভিওএ-কে বলেন যে, জাপানের “অভূতপূর্ব” জাতীয় নিরাপত্তা কৌশল ও তাদের প্রতিরক্ষা বৃদ্ধির অঙ্গীকার “ঐ অঞ্চলে প্রতিরোধ জোরদার করবে, যাতে করে ইন্দো-প্যাসিফিক ও বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার উন্নয়ন হয়”।


XS
SM
MD
LG