অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটিশ ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান


খবরঅনলাইন নিউজ এজেন্সি কর্তৃক প্রকাশিত এই ছবিতে আলী রেজা আকবরী একটি সাক্ষাত্কারে কথা বলেছেন।( ১২ জুন, ২০১৯)
খবরঅনলাইন নিউজ এজেন্সি কর্তৃক প্রকাশিত এই ছবিতে আলী রেজা আকবরী একটি সাক্ষাত্কারে কথা বলেছেন।( ১২ জুন, ২০১৯)

একজন ব্রিটিশ ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

আলী রেজা আকবরি ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে ব্রিটেনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল।

২০১৯ সালে আলি রেজাকে গ্রেফতার করা হয়েছিল । শনিবার ইরানের মিজান নিউজ এজেন্সি তার ফাঁসি কার্যকরের ঘোষণা দিলেও কবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র, ইরানকে মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছিল।

অ্যামনেস্টি ইরান এক টুইটার বার্তায় বলেছে, আকবরির ফাঁসি ইরানি কর্তৃপক্ষের “ মানুষের বেঁচে থাকার অধিকারের ওপর ঘৃণ্য আক্রমণ প্রদর্শন করে। যে কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের ব্যবহার ভয়াবহ।“

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক টুইটারে লিখেছেন, “এটি একটি নিষ্ঠুর ও কাপুরুষোচিত কাজ, যা একটি বর্বর শাসকগোষ্ঠী তাদের নিজেদের জনগণের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা না রেখে করেছে।” তিনি আরও বলেন, তিনি “মর্মাহত”।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি টুইটারে লিখেছেন, “এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা করা উচিত। এটাকে অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।“

মৃত্যুদণ্ড কার্যকরের আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, "আলী রেজা আকবরির বিরুদ্ধে আনা অভিযোগ এবং তার ফাঁসির রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার মৃত্যুদণ্ড বিবেক বহির্ভূত। আকবরিকে মাদক সেবন, হেফাজতে নির্যাতন, হাজার হাজার ঘণ্টা জিজ্ঞাসাবাদ এবং মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে, এমন খবরে আমরা অত্যন্ত বিচলিত।“

এ সপ্তাহের শুরুতে বিবিসির পারস্য বিভাগ আকবরির একটি অডিও বার্তা প্রচার করে। তিনি বলেন, তাকে "৩,৫০০ ঘন্টারও বেশি সময় ধরে" জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়েছিল এবং তাকে এমন অপরাধ স্বীকার করতে বাধ্য করা হয়েছিল যা তিনি করেননি।

আকবরির বিচার প্রকাশ্যে করা হয়নি।

ভুলভাবে হিজাব পরার দায়ে গ্রেফতারের পর নৈতিকতা পুলিশের হেফাজতে এক তরুণীর মৃত্যুর পর দেশটিতে ছড়িয়ে পড়া বিক্ষোভের পর সম্প্রতি বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। বিক্ষোভের পর থেকে ইরানে অন্তত চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

XS
SM
MD
LG