অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব অর্থনৈতিক ফোরামে একাধিক সংকট নিয়ে আলোচনা করবেন নেতারা


সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্বোধনের প্রাক্কালে মঞ্চ তৈরি করা হচ্ছে। ( ১৫ জানুয়ারী, ২০২৩)
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্বোধনের প্রাক্কালে মঞ্চ তৈরি করা হচ্ছে। ( ১৫ জানুয়ারী, ২০২৩)

চলতি সপ্তাহে, সুইস আলপাইন গ্রাম দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে দুই হাজার ৭০০ জনেরও বেশি বিশ্বনেতা বিভিন্ন বৈশ্বিক সংকটের সমাধান নিয়ে কথা বলবেন।

এই সমাবেশে ১৩০টি দেশের ৫২ জন রাষ্ট্রপ্রধান, ব্যবসা, অর্থ ও সংস্কৃতি নেতৃবৃন্দের পাশাপাশি মানবতাবাদী এবং সুশীল সমাজের সদস্যরা অংশ নিয়েছেন। পাঁচ হাজারেরও বেশি সুইস সেনা নিরাপত্তার নিশ্চয়তা দিতে এবং যে কোনো ধরনের বিক্ষোভ যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে বিভক্ত বিশ্বে সহযোগিতা। মহামারীর তিন বছরের বিচ্ছিন্নতার পর, প্রতিনিধিরা আবারও সামনাসামনি মিলিত হবেন। সপ্তাহজুড়ে, তারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শোয়াব বলেন, এই ব্যক্তিগত মিথস্ক্রিয়া সবার প্রতি আস্থা তৈরি করবে।

তিনি বলেন, "এই বিভাজনের অন্যতম কারণ সহযোগিতার অভাব। এর ফলে সমাজে বিভাজন বৃদ্ধি পায় এবং স্বল্পমেয়াদী এবং স্ব-সেবামূলক নীতি নির্ধারণের দিকে ধাবিত হয়। এটি সত্যিকার অর্থে একটি দুষ্টচক্র।"

তিনি আরও বলেন, একটি শক্তিশালী শোয়াবের জন্য শর্ত হলো, সরকার এবং ব্যবসায়িক খাতের মধ্যে আস্থার ক্ষয় অবশ্যই বন্ধ করতে হবে। তাদের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং টেকসই করতে হবে।

ফোরামের ব্যবস্থাপনা পরিচালক মিরাক দুসেক বলেন, জ্বালানি, জলবায়ু এবং প্রকৃতির মতো আন্তঃসংযুক্ত বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দকে একসাথে কাজ করতে উৎসাহিত করা হবে। তিনি বলেন, অর্থনীতি ও সমাজ নিয়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকবে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈঠকে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দাভোসে আসছেন না। তবে প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি এ সময় উপস্থিত থাকবেন।

ইউক্রেন থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দাভোসে আসবে বলে আশা করা হচ্ছে। ফোরামের কর্মকর্তারা বলছেন, নিরাপত্তাজনিত কারণে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। তারা বলছেন, ইউক্রেনের যুদ্ধ নিয়ে বেশ কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হবে। রাশিয়া এতে অংশ নেবে বলে মনে করছেন না তারা।

XS
SM
MD
LG