ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন যে, অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার পরিচালিত এক অভিযানের সময়ে ইসরাইলের সৈন্যরা দুইজন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রক জানায় যে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জেনিন শহরে জাওয়াদ বাওয়াকনা ও আদাম জাবারিনকে গুলি করা হয়।
সরকারি ওয়াফা প্যালেস্টিনিয়ান সংবাদ সংস্থা জানায় যে, বাওয়াকনা একজন স্কুল শিক্ষক ছিলেন। অপরদিকে আধাসামরিক আল-আকসা মার্টারস ব্রিগেড গোষ্ঠীটি জানায় যে জাবারিন তাদের যোদ্ধাদের একজন ছিলেন।
ইসরাইলের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করা হয়নি।
ইসরাইল ঘনঘন পশ্চিম তীরে রাত্রিকালীন অভিযান পরিচালনা করে আসছে। তারা বলছে যে, এই অভিযানগুলো জঙ্গী নেটওয়ার্কগুলো ভেঙে দেওয়ার ও আক্রমণ প্রতিহত করার প্রচেষ্টার একটি অংশ।
২০২৩ সালের শুরু থেকে ইসরাইলের সামরিক বাহিনী পশ্চিম তীরে ১৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।