অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু, ডজন খানেক আহত


ইরাকের সমর্থকরা ২০২৩ সালের ১৬ জানুয়ারি ইরাক এবং কাতারের মধ্যকার আরব উপসাগরীয় কাপের সেমিফাইনাল ফুটবল ম্যাচ দেখতে ইরাকের দক্ষিণাঞ্চলী শহরের ভক্তদের জন্য নির্দিষ্ট একটি স্থানে জড়ো হচ্ছে।
ইরাকের সমর্থকরা ২০২৩ সালের ১৬ জানুয়ারি ইরাক এবং কাতারের মধ্যকার আরব উপসাগরীয় কাপের সেমিফাইনাল ফুটবল ম্যাচ দেখতে ইরাকের দক্ষিণাঞ্চলী শহরের ভক্তদের জন্য নির্দিষ্ট একটি স্থানে জড়ো হচ্ছে।

বৃহস্পতিবার দক্ষিণ ইরাকের একটি স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ২ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।

চার দশকের মধ্যে দেশে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নিতে দর্শকরা জড়ো হওয়ার সময় এই মারাত্মক ঘটনাটি ঘটে।

ইরাকের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইরে আহত ৬০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে ফাইনাল ম্যাচের টিকিটবিহীন লোকজনকে স্টেডিয়াম এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানায়। তারা বলে, স্টেডিয়ামটি পরিপূর্ণ ছিল এবং সমস্ত ফটক বন্ধ করে দেয়া হয়েছিল।

ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বৃহস্পতিবার বসরায় পৌঁছেছেন। তিনি “২৫ তম গালফ কাপের ফাইনাল ম্যাচটিকে সবচেয়ে সুন্দর করার উদ্দেশ্যে” কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য জনগণকে অনুরোধ করেন।

পরে ইরাকি নিউজ এজেন্সি জানিয়েছে, বিভিন্ন জনবহুল স্থানে এবং বসরার অন্য একটি স্টেডিয়ামে বিশাল স্ক্রিন স্থাপন করা হয়েছে যাতে জনসাধারণ ম্যাচটি দেখতে পারে। আটটি দেশের এই আরব উপসাগরীয় কাপের খেলায় ইরাক বৃহস্পতিবার ওমানের মুখোমুখি হবে।

ওমান ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, যেসকল ওমানি নাগরিক বর্তমানে বসরার বিমানবন্দরে রয়েছেন তারা নিজেদের নিরাপত্তার জন্য এবং ইরাকি কর্তৃপক্ষকে ফাইনাল ম্যাচটি “সফল” করতে সাহায্য করার জন্য দেশে ফিরে আসতে শুরু করবেন।

ওমানের পররাষ্ট্র মন্ত্রক পদদলিত হওয়ার ঘটনায় ইরাকি সরকার এবং জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

XS
SM
MD
LG