অ্যাকসেসিবিলিটি লিংক

তিব্বতে তূষারধ্বসে মৃতের সংখ্যা বেড়ে ২৮


শিনহুয়া সংবাদ সংস্থা প্রকাশিত এই ছবিতে তিব্বতের নিয়াংচি অঞ্চলে ভূমিধ্বসের পর উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা যাচ্ছে (২০ জানুয়ারি, ২০২৩)
শিনহুয়া সংবাদ সংস্থা প্রকাশিত এই ছবিতে তিব্বতের নিয়াংচি অঞ্চলে ভূমিধ্বসের পর উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা যাচ্ছে (২০ জানুয়ারি, ২০২৩)

তিব্বতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিয়িংচি শহরে তূষারধ্বসে অন্তত ২৮ ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিনের শেষে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া এই তথ্য জানিয়েছে।

শিনহুয়া আরও জানায়, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারকাজের জন্য সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ খোঁড়ার জন্য ১,৩৪৮ জন উদ্ধারকর্মী ও ২৩৬টি উপকরণ পাঠিয়েছে।

গ্লোবাল টাইমস পশ্চিম চীন অঙ্গরাজ্যের স্থানীয় সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ৫৩ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, যাদের ৫ জনের অবস্থা আশংকাজনক।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় (গ্রিনিচ সময় ১২টা) মেইনলিং কাউন্টি ও মেদোগ কাউন্টির দোক্সোং লা সুড়ঙ্গের নির্গমন পথের মাঝামাঝি এক জায়গায় এই তূষারধ্বসের ঘটনাটি ঘটে। ফলে অনেক মানুষ ও যানবাহন দীর্ঘসময় আটকে থাকে।

দোক্সোং লা পর্বতের উচ্চতা প্রায় ৪ হাজার ৫০০ মিটার। এতে রয়েছে গভীর খাদ এবং সড়কের দোক্সোং লা অংশটি পাথুরে ও রুক্ষ। শিনহুয়া জানিয়েছে, উষ্ণ আবহাওয়ায় জোরালো বাতাসের প্রবাহ দেখা দেওয়ায় তূষারধ্বসে সূত্রপাত ঘটে।

XS
SM
MD
LG