অ্যাকসেসিবিলিটি লিংক

স্পেন সরকারের বিরুদ্ধে ডানপন্থীদের বিক্ষোভ: হাজারো মানুষের যোগদান


মাদ্রিদের সিবেলেস চত্বরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের বিরুদ্ধে মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছে (২১ জানুয়ারি, ২০২৩)
মাদ্রিদের সিবেলেস চত্বরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের বিরুদ্ধে মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছে (২১ জানুয়ারি, ২০২৩)

ডানপন্থী দলগুলোর সমর্থনে মাদ্রিদের কেন্দ্রস্থলে শনিবার হাজার হাজার মানুষ জমায়েত হয়ে সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও সংবিধান অবমাননার অভিযোগ আনে।

বিক্ষোভকারীরা সিটি হলের প্লাজা দ্য সিবেলেসের সামনে জমায়েত হয়ে স্পেনের পতাকা উড়িয়েছেন এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগ দাবি করেছেন। এ সময় অনেকেই “বিশ্বাসঘাতক” বলে চেঁচিয়ে ওঠেন।

রক্ষণশীল বিরোধী দল পপুলার পার্টি, ডানপন্থী সিউদাদআনোস এবং উগ্র ডানপন্থী ভক্স সহ ১০০র চেয়েও বেশি দল “স্পেন, গণতন্ত্র ও সংবিধানের জন্য” শ্লোগানে একতাবদ্ধ হতে এই সমাবেশের ডাক দেয়।

বক্তারা সরকারের বেশ কিছু নীতি ও সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন, যার মধ্যে কাতালান স্বাধীনতাকামী আন্দোলনকারীদের মুক্তি দেওয়া থেকে শুরু করে আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী দলের সঙ্গে সমঝোতার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। স্থানীয় সরকারের হিসেব মতে, এই বিক্ষোভে প্রায় ৩০ হাজার মানুষ অংশ নিয়েছেন।

ভক্স দলের নেতা সান্তিয়াগো আবাসকাল কোভিডের সময়ের লকডাউনের প্রতি ইঙ্গিত করে উপস্থিত জনগণকে জানান, সরকার “স্প্যানিয়ার্ডদের আটকে রেখে সংবিধানকে পদদলিত করেছে”। রাজনৈতিক দলের নেতাদের মধ্যে শুধু তিনিই এই বিক্ষোভে সশরীরে অংশ নেন।

প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল) দূরে অবস্থিত উত্তর-পশ্চিমের শহর ভ্যালাদোলিদে প্রধানমন্ত্রী সানচেজ একটি সমাজতান্ত্রিক সমাবেশে জানান, মাদ্রিদের বিক্ষোভকারীরা একটি “একপাক্ষিক” স্পেনের ধারণার পক্ষে কথা বলছেন, যেটি প্রকারান্তরে “অসম” স্পেনের ধারণাকে সমর্থন করে।

২০১৭ সালে কাতালোনিয়ার জনগণ অঞ্চলটির স্বাধীনতা অর্জনের জন্য উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়। ২০২১ সালের জুনে সানচেজের সরকার সেই আন্দোলনের ৯ নেতাকে “আলোচনার স্বার্থে” মুক্তি দেয়।

XS
SM
MD
LG