অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানির স্পষ্ট অনুমোদন ছাড়াই ইউক্রেনে ট্যাংক পাঠানোর কথা বিবেচনা করছে পোল্যান্ড


২০১৯ সালের ২০ মে-তে তোলা এই ছবিতে একটি লেপার্ড টু এ সেভেন ট্যাংক দেখা যাচ্ছে। ফাইল ছবি।
২০১৯ সালের ২০ মে-তে তোলা এই ছবিতে একটি লেপার্ড টু এ সেভেন ট্যাংক দেখা যাচ্ছে। ফাইল ছবি।

সোমবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, জার্মানি আনুষ্ঠানিক অনুমতি না দিলেও তার দেশ জার্মানির তৈরি লেপার্ড টু ট্যাংক ইউক্রেনকে পাঠাতে প্রস্তুত দেশগুলোর একটি জোট তৈরি করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক সোমবার টেলিগ্রামে লিখেছেন, লক্ষ্য অর্জনের জন্য ইউক্রেনের ১০-২০ টি নয়, “কয়েকশ” ট্যাংক দরকার।

সোমবার ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন ট্যাংক পাঠানোর বিষয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যকার বিতর্ক নেটোর “ক্রমবর্ধমান ভীতি”কেই দৃশ্যমান করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে ইউক্রেনে অস্ত্র সরবরাহকারী দেশগুলো “এর দায়ভার বহন করবে”।

রবিবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ ইউক্রেনকে ট্যাংক দিতে রাজি হবে কি না তা বলেননি। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রসহ মিত্রদের সাথে সমন্বয় করে এই ধরনের সিদ্ধান্ত নেয়া হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তিনি ইউক্রেনে লেকলার্ক ট্যাংক পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে ট্যাংক পাঠানোর বিষয়টি ফ্রান্সের নিরাপত্তাকে বিপন্ন করতে পারবে না বা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধ বৃদ্ধি করতে পারবে না।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি রবিবার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি ইউক্রেনীয়দেরকে “লেপার্ড টু এর মতো অস্ত্র দিয়ে সজ্জিত অবস্থায়” দেখতে চান।

যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদ্য নিযুক্ত রিপাবলিকান চেয়ারম্যান মাইকেল ম্যাককল এবিসি-র “দিস উইক” অনুষ্ঠানে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেনকে তাদের ভারী অ্যাব্রাম যুদ্ধ ট্যাংকগুলো প্রদানের প্রস্তাব দেয়া যাতে জার্মানি তাদের লেপার্ড টু পাঠাতে উৎসাহিত হয়।

XS
SM
MD
LG