অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর ক্যালিফোর্নিয়ার খামারে গুলিবর্ষণ; সন্দেহভাজন ব্যক্তি খামারের কর্মচারি


যে স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে সেটির কাছাকাছি স্থানের বাইরের দৃশ্যের ছবি তোলা হয়েছে। ২৩ জানুয়ারি, ২০২৩, হাফ মুন বে, ক্যালিফোর্নিয়া।
যে স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে সেটির কাছাকাছি স্থানের বাইরের দৃশ্যের ছবি তোলা হয়েছে। ২৩ জানুয়ারি, ২০২৩, হাফ মুন বে, ক্যালিফোর্নিয়া।

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের একজন কৃষি কর্মী যে খামারে কাজ করতেন সেখানে এবং অন্য একটি খামারে ৭ জনকে গুলি করে হত্যা করেছে। ৮ দিনের মধ্যে তৃতীয় গণহত্যার প্রেক্ষিতে রাজ্যটি পুনরায় শোকে নিমজ্জিত হয়।

সান মাতেও কাউন্টি শেরিফ ক্রিস্টিনা কর্পাস বলেন, শেরিফের সাবস্টেশনের পার্কিং লটে সোমবারের গোলাগুলিতে সন্দেহভাজন চুনলি ঝাও (৬৭) নামের একজন ব্যক্তিকে তার গাড়িতে পাওয়া যাওয়ার পরে পুলিশরা তাকে গ্রেপ্তার করেছে।

শেরিফের কার্যালয় জানিয়েছে, ৭ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং আহত অষ্টম একজনকে একটি খামারে কয়েক মাইল দূরে অন্য একটি স্থানে পাওয়া গেছে। কর্পাস জানিয়েছে, কর্মকর্তাদের অনুমান, ঝাও একটি খামারে কাজ করতেন এবং ভুক্তভোগীরাও সেখানে শ্রমিক ছিলেন। কর্মকর্তারা গোলাগুলির উদ্দেশ্য নির্ধারণ করতে পারেননি।

সান মাতেও কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ১ জন নারী। কয়েকজন ছিলেন এশিয়ান; অন্যরা ছিলেন হিস্পানিক এবং কিছু অভিবাসী শ্রমিকও ছিলেন।

ক্যালিফোর্নিয়া এখনো মন্টেরে পার্কে চান্দ্র নববর্ষ উদযাপনের সময় যে হামলা হয়েছিল তা নিয়ে শোকগ্রস্ত হয়ে আছে। গোলাগুলির ওই ঘটনায় ১১ জনকে হত্যা করা হয়েছিল। এটি অনেক এশিয়ান-আমেরিকান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ছুটির ওপর ছায়াপাত করে ।

নতুন বছরে ৩ সপ্তাহের কম সময়ে যুক্তরাষ্ট্রে ৬টি গণহত্যার ঘটনা ঘটেছে, যাতে মোট ৩৯ জন নিহত হয়েছেন। এপি, ইউএস টুডে এবং নর্থইস্টার্ন ইউনিভার্সিটি দ্বারা সংকলিত তথ্যউপাত্ত অনুসারে, ১৬ জানুয়ারি থেকে ক্যালিফোর্নিয়ায় গুলিবর্ষণের ৩টি ঘটনা ঘটেছে। ঐ উপাত্তে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে সংঘটিত প্রতিটি গণহত্যা লিপিবদ্ধ রয়েছে। অপরাধী ব্যক্তি বাদে ৪ জন নিহত হলে সেটিকে গণহত্যা বলে সংজ্ঞায়িত করা হয়।

XS
SM
MD
LG