ফিলিস্তিনি ভূখণ্ড থেকে জঙ্গিদের রকেট হামলার জবাবে শুক্রবার গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরাইল। অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর মারাত্মক এক হামলার পরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে এরকম পারস্পরিক আক্রমণ সংঘটিত হয়।
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা ইসলামি জিহাদ জঙ্গিদের লক্ষ্য করে অন্তত দুই দফা হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, জঙ্গিরা বেশ কয়েকজন ইসরাইলিকে গুলি করেছে।
উভয় পক্ষের তরফ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরাইল বলছে, গাজার বেশিরভাগ রকেট তারা রুখে দিয়েছে।
বৃহস্পতিবার জেনিনে একটি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় ৯ জন নিহত হয়। এটি এ বছরে পশ্চিম তীরের সবচেয়ে রক্তক্ষয়ী দিনগুলোর মধ্যে একটি।বৃহস্পতিবারের হামলার পরে শুক্রবারে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।
এখন পর্যন্ত গাজা থেকে রকেট হামলার জন্য কোনো দায় স্বীকার করা হয়নি।তবে হামাস এবং ইসলামিক জিহাদ উভয়েই পশ্চিম তীরে বৃহস্পতিবারে ইসরাইলি অভিযানের জবাব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এ প্রতিবেদনের কিছু তথ্য এএফপি থেকে নেয়া হয়েছে।