অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ায় ইসলামিক স্টেট গোষ্ঠীর জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী


যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনী সোমালিয়ার প্রত্যন্ত উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ ১০ সন্ত্রাসীকে হত্যাকরেছে।বৃহস্পতিবার বাইডেন প্রশাসন এ তথ্য জানিয়েছে।

বুধবার, একটি পার্বত্য গুহার আস্তানায়, বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনটির অন্যতম প্রধান আর্থিক সহায়তাকারী বিলাল আল-সুদানীকে লক্ষ্য করে ঐ অভিযান পরিচালনা করা হয়।

প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেন, "এই অভিযান যুক্তরাষ্ট্র এবং তার অংশীদারদের আরও নিরাপদ এবং অধিকতর সুরক্ষিত রাখবে।এই অভিযান আমেরিকার নাগরিকদের দেশে এবং বিদেশে সন্ত্রাসবাদের হুমকি থেকে রক্ষা করার জন্য আমাদের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে।"

গত সপ্তাহে প্রস্তাবিত এই অভিযান সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়। বেশ কয়েক মাসের পরিকল্পনার পর এই অভিযান চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে সংবাদদাতাদের এই অভিযান সম্পর্কে তথ্য দেন বাইডেন প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা।তারা জানান, অস্টিন এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান আর্মি জেনারেল মার্ক মিলির সুপারিশের প্রেক্ষিতে প্রেসিডেন্ট বাইডেন এই সপ্তাহে অভিযান পরিচালনার চূড়ান্ত অনুমোদন দেন।

XS
SM
MD
LG