অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় ৩২ জন মুসোল্লি নিহত


পেশোয়ারের মসজিদে বোমা বিস্ফোরণ
পেশোয়ারের মসজিদে বোমা বিস্ফোরণ

সোমবার উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩২ জন মুসোল্লি নিহত এবং কমপক্ষে ১৪০ জন মুসোল্লি আহত হয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের কেন্দ্রস্থলে বিকেলের হামলাটি আত্মঘাতী বোমা হামলাকারী চালিয়েছিল বলে জানা গেছে।

ঊর্ধ্বতন একজন নিরাপত্তা কর্মকর্তা জেলা প্রশাসক শফিউল্লাহ খান নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

হতাহতদের বেশিরভাগই প্রাদেশিক পুলিশের সদস্য।

বিস্ফোরণে বেঁচে যাওয়া এবং উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রচণ্ড বিস্ফোরণে ভবনের ছাদ ধসে পরেছে।

বেঁচে যাওয়া একজন পুলিশ কর্মকর্তা মীনা গুল জানান, বোমা বিস্ফোরণের সময় তিনি জোহরের নামাজ আদায়কারীদের সাথে নামাজ পড়ছিলেন। তিনি জানেন না যে, কীভাবে তিনি অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন। তবে বিস্ফোরণের পর তিনি কান্না এবং চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলেন।

পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হামলার ধরণ নিয়ে আলোচনা করেননি; তারা বলেছেন, তদন্ত চলছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পেশোয়ারে “মসজিদে আত্মঘাতী বোমা হামলার নিন্দা করেছেন।”

পাকিস্তানের প্রধান বিরোধী দলের নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও বোমা হামলার নিন্দা করেছেন। তিনি একটি টুইটার পোস্টে এই হামলাকে “আত্মঘাতী সন্ত্রাসী হামলা” বলে অভিহিত করেছেন।

মসজিদটিতে প্রায় সময়ই নিরাপত্তা কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তারা যাওয়া-আসা করতেন।

তাৎক্ষণিকভাবে কেউই এই ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানি এই প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী। সাম্প্রতিক মাসগলোতে প্রদেশটিতে উপর্যুপরি সন্ত্রাসী হামলা হয়েছে। অতীতের বেশিরভাগ সহিংসতার দায় পাকিস্তানি তালিবান নামে পরিচিত নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান স্বীকার করেছে।

XS
SM
MD
LG