এই বছরের শেষের দিকে পেরুতে সাধারণ নির্বাচনের তফসিল দেওয়ার জন্য বিরোধিতার মুখে থাকা প্রেসিডেন্ট ডিনা বোলার্তে প্রস্তাবের ওপর বিতর্ক স্থগিত করেছেন দেশটির আইন প্রণেতারা।
সোমবার প্রস্তাবটি নিয়ে কংগ্রেসে বিতর্ক অনুষ্ঠানের কথা ছিল।কিন্তু, আইনসভা এক বিবৃতিতে বলেছে যে, এই বিতর্ক মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।
২০২৬ সালে অনুষ্ঠেয় নির্বাচন, ২০২৪ সালে এগিয়ে নিয়ে আসার একটি প্রস্তাবের প্রতি ক্রমাগতভাবে কংগ্রেসে সমর্থন বৃদ্ধি পাচ্ছে। গত ডিসেম্বরে বুলার্তের পূর্বসূরি পেড্রো কাস্তিলো আইনসভা ভেঙে দেওয়ার চেষ্টা করার পর, ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং তিনি ক্ষমতাচ্যুত হন। বুলার্তের সেই বিক্ষোভকে শান্ত করার কথা বলে, তার প্রস্তাব অনুমোদনের জন্য আইনপ্রণেতাদেরকে চাপ দিচ্ছেন।
রবিবার বুলার্তে বলেন, তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে, তিনি অক্টোবরে নির্বাচন অনুষ্ঠানের জন্য পেরুর সংবিধান সংস্কারের প্রস্তাব করবেন।
বিক্ষোভের ফলে সড়ক অবরুদ্ধ হয়ে যায়। এর ফলে, পেরু জুড়ে খাদ্য, জ্বালানি এবং অন্যান্য মৌলিক পন্যের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। বিক্ষোভের ফলে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে একজন বিক্ষোভকারী শনিবার রাজধানী লিমাতে মারা গেছেন। কর্তৃপক্ষ বলেছে, মাথায় আঘাত পাওয়ার ফলে ঐ ব্যক্তি মারা যান।
এ প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।