এফবিআই এজেন্টরা জানিয়েছে, তারা বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়্যারের রেহোবোথ সমুদ্রতটে অবকাশ কালীন বাড়িতে অনুসন্ধান চালিয়ে নতুন কোনো গোপনীয় নথি খুঁজে পায়নি। তার ব্যক্তিগত আইনজীবী একথা জানান। তবে এফবিআই এজেন্টরা আরও পর্যালোচনার জন্য কিছু উপকরণ সংগ্রহ করেছে।
অ্যাটর্নি বব বাউয়ার এক বিবৃতিতে বলেছেন, নীল-সাদা রঙের তিনতলা বাড়িতে তল্লাশিটি “প্রেসিডেন্টদের অ্যাটর্নিদের সাথে সমন্বয় ও সহযোগিতায়” পরিকল্পনা করা হয় এবং এটি সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর পর্যন্ত চলে।
বাউয়ার বলেন, “গোপনীয় সিল সমেত কোনো নথি পাওয়া যায়নি।”
বাইডেনের উইলমিংটনের বাসভবনে ২০ জানুয়ারি ১৩ ঘন্টার নিবিড় তল্লাশির পরে এফবিআই এবার দ্বিতীয় দফায় তার বাড়ি তল্লাশি করে। উইলমিংটনের বাড়িতে এজেন্টরা গোপনীয় সিলসহ নথি খুঁজে পেয়েছিল এবং বাইডেনের হাতে লেখা কিছু নোট জব্দ করেছিল।
সব মিলিয়ে বাইডেনের আইনজীবী বা ওয়াশিংটন কার্যালয় ও উইলমিংটনের বাড়িতে এফবিআই এজেন্টরা প্রায় ২০টি বা তার বেশি গোপনীয় নথি উদ্ধার করেছে।
গত মাসে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ইন্ডিয়ানাতে তার বাড়িতে কিছু গোপনীয় নথি পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের আইনের অধীনে তিনজন কর্মকর্তারই কার্যালয়ে তাদের মেয়াদ শেষ হওয়ার পর নথিগুলো ন্যাশনাল আর্কাইভস এন্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনের কাছে হস্তান্তর করার কথা।
ট্রাম্প ইতোমধ্যেই ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য তার প্রার্থিতা ঘোষণা করেছেন এবং বাইডেন বলেছেন, তিনি দ্বিতীয় মেয়াদেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এর ফলে ২০২০ সালে বাইডেন ট্রাম্পকে পরাজিত করার পরে এই দুই ব্যক্তির মধ্যে দ্বিতীয় দফার প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।