অ্যাকসেসিবিলিটি লিংক

পেরুতে নতুন নির্বাচনের প্রস্তাব প্রত্যাখ্যান


পেরুর জুলিয়াকাতে একটি মোটরসাইকেল কাফেলায় অংশ নিচ্ছেন সরকার বিরোধী বিক্ষোভকারীরা। ৩০ জানুয়ারী, ২০২৩। (ফাইল ছবি)
পেরুর জুলিয়াকাতে একটি মোটরসাইকেল কাফেলায় অংশ নিচ্ছেন সরকার বিরোধী বিক্ষোভকারীরা। ৩০ জানুয়ারী, ২০২৩। (ফাইল ছবি)

পেরুতে আবারও ২০২৩ সালের নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার প্রেসিডেন্টের প্রচেষ্টাকে রুখে দিয়েছে দেশটির আইনপ্রণেতারা।

বিক্ষোভকারীরা নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে, কিন্তু কংগ্রেস তা করতে অস্বীকার করেছে।

নতুন করে ভোট গ্রহণের জন্য প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের প্রস্তাবিত বিলটি নিয়ে সংসদে বিতর্ক শুরু হওয়ার আগেই সংসদের প্রযুক্তি বিষয়ক কংগ্রেসনাল কমিটি শুক্রবার তা প্রত্যাখ্যান করে দেয়।

গত বছরের ডিসেম্বরের শুরু থেকে পেরু গভীর সংকটে নিমজ্জিত হয়। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিয়ো কংগ্রেস ভেঙে দেন এবং ডিক্রি জারি করে আবারও ক্ষমতায় অধিষ্ঠিত থাকার চেষ্টা করলে, তাঁকে গ্রেপ্তার করা হয়। বলুয়ার্তে সে সময় কাস্টিলোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

ক্যাস্তিয়োর গ্রেফতারের পর থেকে প্রায় প্রতিদিনের বিক্ষোভে এ পর্যন্ত কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন, এবং দেশটি এক গভীর সঙ্কটে নিমজ্জিত হয়েছে।

আইনপ্রণেতারা অবশ্য ২০২৬ সালে অনুষ্ঠিতব্য নির্ধারিত নির্বাচনগুলিকে এপ্রিল ২০২৪ সালে স্থানান্তরিত করেছেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স এবং এএফপি থেকে নেয়া।

XS
SM
MD
LG