অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ায় বিমান হামলায় ১২ জন আল শাবাব যোদ্ধা নিহত, বলছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী


সদ্য প্রশিক্ষিত আল-শাবাব যোদ্ধারা মোগাদিশুর দক্ষিণে লাফোফে অঞ্চলে সামরিক মহড়ায় অংশগ্রহণ করছে। ১৭ ফেব্রুয়ারি, ২০১১। ফাইল ছবি।
সদ্য প্রশিক্ষিত আল-শাবাব যোদ্ধারা মোগাদিশুর দক্ষিণে লাফোফে অঞ্চলে সামরিক মহড়ায় অংশগ্রহণ করছে। ১৭ ফেব্রুয়ারি, ২০১১। ফাইল ছবি।

রবিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, মধ্য সোমালিয়ায় নতুন বিমান হামলায় ১২ জন আল-শাবাব জঙ্গি নিহত হয়েছে।

আফ্রিকম নামে পরিচিত ইউএস আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে বলেছে “সম্মিলিত আত্মরক্ষা” হামলা ১০ ফেব্রুয়ারি “সোমালিয়ার ফেডারেল সরকারের অনুরোধে” করা হয়েছিল।

ওই বিবৃতি অনুসারে, মোগাদিশুর প্রায় ৪৭২ কিলোমিটার উত্তর-পূর্বে, ভারত মহাসাগরের বন্দর হোবিও থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এক প্রত্যন্ত অঞ্চলে হামলাটি হয়েছে।

আফ্রিকম হামলার অবস্থান নির্দিষ্ট করে জানায়নি, তবে সোমালি সরকারি গণমাধ্যম জানিয়েছে, হামলাটি গালমুদুগ রাজ্যের আমারা শহরের কাছে ডনলায়ে হয়েছিল। সোমালি সরকারের দাবি, শুক্রবারের অভিযানে ১১৭ জন জঙ্গি নিহত হয়েছে।

আফ্রিকম বলেছে, হামলাটি দূরবর্তী এক অঞ্চলে হয়েছিল। তারা আরও বলে, কোনো বেসামরিক মানুষ আহত বা নিহত হয়নি।

এটি এই বছর সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চতুর্থ “সম্মিলিত আত্মরক্ষা” হামলা।

আগের তিনটি হামলার একটি ২০ জানুয়ারি গালকাদ শহরের কাছে ঘটেছিল। আনুমানিক ৩০ জন আল-শাবাব যোদ্ধা এতে নিহত হয়। ২৩ জানুয়ারি হারার্ধের শহরের কাছে অপর এক হামলায় দুজন জঙ্গি নিহত হয় এবং ২৫ জানুয়ারি হারারধেরের কাছে হামলায় চারজন জঙ্গি নিহত হয়।

সোমালি সরকার আল-শাবাবের কাছ থেকে অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে সামরিক অভিযান চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র এবং তুর্কি সরকার সোমালি সেনাবাহিনীকে বিমান সহায়তা দিয়ে আসছে।

উভয় সরকারই এলিট সোমালি বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে। সোমালি সামরিক বাহিনী সাম্প্রতিক সামরিক অভিযানগুলোর অগ্রভাগে ছিল।

XS
SM
MD
LG