অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কে ভূমিকম্পের ৮ম দিনেও জীবিতদের খুঁজে বের করছে উদ্ধারকারী দল


তুরস্কের আদিয়ামানে গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের প্রায় ১৯৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৭ বছর বয়সী মুহাম্মদ এনেস ইয়েনিনারকে উদ্ধার করা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ । (রয়টার্সের মাধ্যমে ইসমাইল কোসকুন/ ইহলাস নিউজ এজেন্সি (আইএইচএ)
তুরস্কের আদিয়ামানে গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের প্রায় ১৯৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৭ বছর বয়সী মুহাম্মদ এনেস ইয়েনিনারকে উদ্ধার করা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ । (রয়টার্সের মাধ্যমে ইসমাইল কোসকুন/ ইহলাস নিউজ এজেন্সি (আইএইচএ)

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার প্রায় ২০০ ঘণ্টা পর মঙ্গলবার, ধ্বংসস্তূপ থেকে আরও বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারীরা।

সর্বশেষ উদ্ধারকৃতদের মধ্যে আদিয়ামান প্রদেশের একটি ধসে পড়া ভবন থেকে একজন এবং মধ্য কাহরামানমারাসের একটি বিধ্বস্ত ভবন থেকে আরও দু'জনকে উদ্ধার করা হয়েছে।

তুর্কি টেলিভিশন উদ্ধারের দৃশ্য সম্প্রচার করছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এত দিন পরে ধসে পড়া ভবনগুলির অবশিষ্টাংশে আরও লোককে জীবিত খুঁজে পাওয়ার জন্য সম্ভাবনা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে।

হাতাই প্রদেশের সামান্দাগের তুর্কি বাসিন্দারা অভিযোগ করেছেন, সরকার জীবিতদের সন্ধানে পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি।

ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া এক ব্যাক্তি ভয়েস অফ আমেরিকার তুর্কি সার্ভিসকে বলেছেন, সবকিছু স্বেচ্ছাসেবক ও কমিউনিটির প্রচেষ্টার মাধ্যমে করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে নয়।

আরেকজন বলেন, 'স্বেচ্ছাসেবকরা এখানে দিনরাত, বিরতিহীনভাবে কাজ করছেন। এমনকি তারা খায়ও না, পানিও পান করতে আসে না। এএফএডি(তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ) আমাদের বাঁচাতে এসে তার বদলে সনাক্তকরণের কাজ করেছে। তারা এসে,“এখানে কিছুই নেই,” বলে ফিরে গিয়েছে।

গাজিয়ানটেপ অঞ্চলকে কেন্দ্র করে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৩১ হাজার ৬৪৩ জনের মৃত্যুর খবর দিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।

সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্তে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক দপ্তর সোমবার জানিয়েছে, সেখানে মৃতের সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও ৭ হাজার ৬০০ জন।

ভয়েস অফ আমেরিকা তুর্কি সার্ভিস এই প্রতিবেদন তৈরি করেছে, এপি এবং রয়টার্সের কিছু তথ্য নেয়া হয়েছে।

XS
SM
MD
LG