ক্যামেরুনের সামরিক বাহিনী সন্দেহভাজন বিদ্রোহী হিসেবে আটক প্রায় ৩০ যুবককে আটককৃতদের মা-সহ কয়েকশো নারীর বিক্ষোভের পর মুক্তি দিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর একোনার নারীরা ক্যামেরুনের সামরিক বাহিনীকে এই অঞ্চলে নির্যাতন করার জন্য অভিযুক্ত করেছে, যা তারা অস্বীকার করেছে।
সামরিক বাহিনী জানিয়েছে, এক সপ্তাহ আগে দক্ষিণ-পশ্চিম শহর একোনায় অভিযানের সময় যুবকদেরকে আটক করা হয়েছিল। সেখানে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা লুকিয়ে ছিল।
আটককৃত যুবকদেরকে তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে বাধা দেয়ার পরে এবং যারা খাবার নিয়ে এসেছিল তাদেরকে তাড়িয়ে দেয়ার পরে নারীরা বিক্ষোভ করেছিল।
বুয়ে-ভিত্তিক সহায়তা গোষ্ঠী রিচ আউট ক্যামেরুনের পরিচালক এসথার এনজোমো ওমাম বুয়ে থেকে মেসেজিং অ্যাপের মাধ্যমে কথা বলেছেন। তিনি বলেন, সোমবার সেনাবাহিনীর হাতে একোনার বাসিন্দা ফেলিক্স ওবিনি (২০) নিহত হওয়ার পর নারীরা ক্ষুব্ধ হন।
স্থানীয় কর্মকর্তা এবং ক্যামেরুনের সামরিক বাহিনী ওবিনির কথিত হত্যা, অভিযোগকৃত অন্যান্য অত্যাচার, বুধবারের প্রতিবাদ বা আটক যুবকের মুক্তির বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে।
ক্যামেরুনের সেনাবাহিনী ২০১৭ সাল থেকে বিচ্ছিন্নতাবাদীদের সাথে লড়াই করছে। বিচ্ছিন্নতাবাদীরা ক্যামেরুন এবং ফরাসি-ভাষী সংখ্যাগরিষ্ঠ জনগণ থেকে আলাদা একটি স্বাধীন, ইংরেজি-ভাষী রাষ্ট্র গঠনের জন্য লড়াই করছে।
অধিকার গোষ্ঠীগুলো সামরিক এবং বিদ্রোহী উভয়কেই সংঘর্ষে ধর্ষণ, নির্যাতন, অপহরণ এবং হত্যাসহ বেসামরিক নাগরিকদের ওপর অত্যাচার চালানোর অভিযোগে অভিযুক্ত করে।
জাতিসংঘ বলছে, ছয় বছরের সংঘাতে অন্তত সাড়ে তিন হাজার মানুষ নিহত হয়েছে এবং সাড়ে সাত লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের অধিকাংশই নারী এবং শিশু।