অ্যাকসেসিবিলিটি লিংক

জর্ডানে ফিলিস্তিনি ও ইসরাইলি কর্মকর্তাদের বৈঠক


পশ্চিম তীরের সমর্থনে এবং ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে আকাবা শীর্ষ সম্মেলনের বিরুদ্ধে গাজা সিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। ২৬ ফেব্রুয়ারি, ২০২৩।
পশ্চিম তীরের সমর্থনে এবং ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে আকাবা শীর্ষ সম্মেলনের বিরুদ্ধে গাজা সিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। ২৬ ফেব্রুয়ারি, ২০২৩।

ইসরাইল ও ফিলিস্তিনের শীর্ষ কর্মকর্তারা রোববার জর্ডানে বৈঠক করেন।ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সাম্প্রতিক সহিংসতা বন্ধের প্রয়াসে, লোহিত সাগরের বন্দর শহর আকাবায় একদিনের এই সম্মেলনের আয়োজন করা হয়।

এ বছর ইসরাইলিদের সঙ্গে সংঘর্ষে বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় ফিরে আসা এবং ইসরাইলের ইহুদি বসতি স্থাপন ও সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা এই অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে।

বহুদিন ধরে রবিবারের এই বৈঠকের মতো কোন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। জর্ডানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন,“এটি একটি বড় অর্জন।”

তবে,বেশ কয়েকটি ফিলিস্তিনি গোষ্ঠী, এই বৈঠক থেকে সরে আসার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

XS
SM
MD
LG