অ্যাকসেসিবিলিটি লিংক

তেহরানের আফগান দূতাবাস তালিবানের কাছে হস্তান্তর করলো ইরান


আফগানিস্তানের কাবুলে তালিবান পতাকা উত্তোলন অনুষ্ঠানে একজন তালিবান যোদ্ধাকে দেখা যাচ্ছে। ২১ মার্চ, ২০২২। (ফাইল ফটো)
আফগানিস্তানের কাবুলে তালিবান পতাকা উত্তোলন অনুষ্ঠানে একজন তালিবান যোদ্ধাকে দেখা যাচ্ছে। ২১ মার্চ, ২০২২। (ফাইল ফটো)

তেহরানে অবস্থিত আফগান দূতাবাস তালিবানের কাছে হস্তান্তর করেছে ইরান।কাবুলের ১৮ মাসের তালিবান সরকারকে স্বীকৃতি না দিয়েই তালিবান নিযুক্ত কূটনীতিকদের ইরান গ্রহণ করেছে। ইরানই হলো সর্বশেষ দেশ, যারা তালিবান নিযুক্ত কূটনীতিকদের গ্রহণ করেছে।

তালিবানের পররাষ্ট্র মন্ত্রক সোমবার জানিয়েছে, তারা আফগানিস্তানের কূটনৈতিক মিশনের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের জন্য “নবনিযুক্ত চার্জ ডি অ্যাফেয়ার্স” এর নেতৃত্বে, অভিজ্ঞ কূটনীতিকদের নিয়ে গঠিত সাত সদস্যের একটি দলকে ইরানের রাজধানীতে পাঠিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই অগ্রগতি আফগানিস্তান ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে “গুরুত্বপূর্ণ ও সহযোগিতামূলক পদক্ষেপ”।আফগান পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আবদুল কাহার বালখি বলেন, “আমরা বিশ্বাস করি, নতুন নিয়োগের মাধ্যমে আমরা দূতাবাসের বিষয়ে স্বচ্ছতার পাশাপাশি দুই মুসলিম ও ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের উন্নতি দেখতে পাব।“

কয়েকটি প্রতিবেশী এবং আঞ্চলিক দেশের মধ্যে ইরানও একটি, যারা তাদের নিজ নিজ অঞ্চলে আফগান কূটনৈতিক মিশনগুলোতে তালিবানের কর্মী নিয়োগ এবং পরিচালনা করার অনুমতি দিয়েছে।এর মধ্যে রয়েছে; পাকিস্তান, চীন, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া, তুরস্ক, কাতার, মালয়েশিয়া, কিরগিজস্তান ও কাজাখস্তান। বালখি ভয়েস অফ আমেরিকার কাছে এক লিখিত বিবৃতিতে এ কথা বলেছেন।


আবদুল কাহার বলেন, তার মন্ত্রক ইতোমধ্যে এসব দেশের মিশনে নতুন কূটনীতিকদের নিয়োগ দিয়েছে। বালখি উল্লেখ করেন যে, তাজিকিস্তান হলো আফগানিস্তানের একমাত্র প্রতিবেশী দেশ, যেখানে তারা নতুন কূটনীতিক নিয়োগ করেনি। তিনি বলেন, “ সেখানকার মিশন প্রধান সহযোগিতা করছেন না”।

বিশ্লেষকেরা বলছেন, ইসলামিক স্টেটের আফগান সহযোগী গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ ক্রমবর্ধমান সন্ত্রাসী কর্মকাণ্ডর হুমকি তেহরানকে, তাদের সীমান্ত থেকে সন্ত্রাসী গোষ্ঠীটিকে দূরে রাখতে তালিবানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে উৎসাগ যুগিয়েছে।

XS
SM
MD
LG