ইউক্রেনের কর্মকর্তারা পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের আশেপাশে মঙ্গলবারের লড়াইকে তীব্র বলে বর্ণনা করেছেন। যদিও মস্কো এবং কিয়েভের বাহিনীর মধ্যে খুব কম অঞ্চলের দখল পরিবর্তন হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মঙ্গলবার রাতে দেয়া ভাষণে বলেন, “বাখমুতের পরিস্থিতি সবচেয়ে কঠিন এবং শহরের প্রতিরক্ষার জন্য যুদ্ধ গুরুত্বপূর্ণ। রাশিয়া কোনোভাবেই মানুষ বিবেচনা করে না, আমাদের অবস্থানে ক্রমাগত হামলা চালানোর জন্য তাদের পাঠায়। যুদ্ধের তীব্রতা শুধু বাড়ছেই।”
জেলেন্সকি বলেন, বাখমুত রক্ষার দায়িত্বে থাকা ইউক্রেনের কমান্ডার কর্নেল জেনারেল ওলেকসান্ডার সিরস্কি জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ওই এলাকায় ৮০০ রুশ সৈন্য নিহত হয়েছে।
এর আগে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরস্কি বলেন, “উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সত্ত্বেও শত্রুরা তাদের সেরা প্রশিক্ষিত ওয়াগনার অ্যাসল্ট ইউনিট পাঠিয়েছে আমাদের সৈন্যদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে শহর ঘিরে ফেলার জন্য।”
তিনি রাশিয়ান সৈন্যদের পাশাপাশি লড়াই করা রাশিয়ান আধাসামরিক ইউনিট ওয়াগনার গ্রুপের কথা উল্লেখ করেন। রাশিয়া পূর্ব ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে আক্রমণ জোরদার করছে, যার মধ্যে বাখমুতও রয়েছে । ধ্বংসপ্রাপ্ত শহরটিতে একসময় ৭৫,০০০ মানুষের বাস ছিল।
কয়েক মাস ধরে লড়াই বাখমুতের আশেপাশের শহর এবং গ্রামগুলিতে মনোনিবেশ করেছে মস্কো। ইউক্রেনীয় সরবরাহ রুটগুলি বন্ধ করার জন্য শহরটিকে ঘিরে ফেলার চেষ্টা করে যাচ্ছে তারা । যদিও শহরের মধ্যে কিছু লড়াই হয়েছে।
এক বছর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর রাশিয়া পূর্ব ডনবাস অঞ্চলে তাদের লড়াই কেন্দ্রীভূত করে। যুদ্ধে উভয় পক্ষই ব্যাপক হতাহতের শিকার হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস, এজেন্সি ফ্রান্স-প্রেস এবং রয়টার্স থেকে এই প্রতিবেদনের কিছু তথ্য নেয়া হয়েছে।