অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীসের উত্তরাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বেড়েছে


গ্রীসের লারিসা শহরের কাছে দুর্ঘটনাস্থলের একটি দৃশ্য, এখানেই দুটি ট্রেনের সংঘর্ষ হয়। ( ১ মার্চ, ২০২৩)
গ্রীসের লারিসা শহরের কাছে দুর্ঘটনাস্থলের একটি দৃশ্য, এখানেই দুটি ট্রেনের সংঘর্ষ হয়। ( ১ মার্চ, ২০২৩)

গ্রীসের উত্তরাঞ্চলে যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ৮৫।

গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরে টেম্পে শহরের কাছে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে যাত্রীবাহী ট্রেনটি এথেন্স থেকে উত্তরে থেসালোনিকি শহরের দিকে আর মালবাহী ট্রেনটি থেসালোনিকি থেকে দক্ষিণে লারিসা শহরে যাচ্ছিল। এই সংঘর্ষে অন্তত তিনটি যাত্রীবাহী গাড়ি লাইনচ্যুত হয়ে আগুনে পুড়ে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় অক্ষত বা সামান্য আহত প্রায় ২৫০ জন যাত্রীকে বাসে করে থেসালোনিকিতে নিয়ে যাওয়া হয়েছে। যাত্রীবাহী ট্রেনটিতে মোট ৩৫০ জন যাত্রী ছিল।

ঘটনাস্থলে ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়া আরও যাত্রীর সন্ধানে ১৭টি গাড়ি ও ৪০টি অ্যাম্বুলেন্সসহ কমপক্ষে ১৫০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

গ্রীসের ফায়ার সার্ভিস জানিয়েছে, ৬৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছয়জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র ভাসিলিস ভার্থাকোজিয়ানিস রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, “দুটি ট্রেনের সংঘর্ষের তীব্রতার ফলে, খুব কঠিন পরিস্থিতিতে” উদ্ধার কাজ চলছে।

XS
SM
MD
LG