অ্যাকসেসিবিলিটি লিংক

মেক্সিকোতে অপহৃত দুই আমেরিকানের লাশ উদ্ধার, অন্য ২ জন জীবিত


মেক্সিকোর মাতামোরোসে বন্দুকধারীদের হাতে অপহৃত চার আমেরিকানকে খুঁজে বের করার জন্য কর্তৃপক্ষ প্রমাণ খুঁজছে। ( ৬ মার্চ, ২০২৩)
মেক্সিকোর মাতামোরোসে বন্দুকধারীদের হাতে অপহৃত চার আমেরিকানকে খুঁজে বের করার জন্য কর্তৃপক্ষ প্রমাণ খুঁজছে। ( ৬ মার্চ, ২০২৩)

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী শহর মাতামোরোস থেকে গত সপ্তাহে সহিংস অপহরণের পর নিখোঁজ দুই আমেরিকান নাগরিককে মৃত অবস্থায় পাওয়া গেছে । আরও দু’জনকে জীবিত পাওয়া গেছে বলে মঙ্গলবার জানিয়েছেন রাজ্যের গভর্নর।

গভর্নর আমেরিকো ভিলারিয়াল বলেছেন, বেঁচে থাকা নাগরিকদের মধ্যে একজন আহত হয়েছেন এবং অন্যজন সুস্থ আছেন।

এফবিআই রবিবার জানিয়েছে, শুক্রবার অপহৃত নিখোঁজ আমেরিকানদের খোঁজে মেক্সিকো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের মধ্যে একজনের এক আত্মীয় সোমবার জানিয়েছেন, তারা সাউথ ক্যারোলিনা থেকে একসাথে ভ্রমণ করেছিলেন মাতামোরোসে ডাক্তারের কাছে যাবার জন্য।

শুক্রবার মেক্সিকোতে প্রবেশের পরপরই তারা প্রতিদ্বন্দ্বী কার্টেল গ্রুপের ক্রসফায়ারের মধ্যে পড়ে।

ভিলারিয়াল টেলিফোনে মৃত্যুর খবর নিশিৎ করেন। ঐ সময় মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর সকালের সংবাদ সম্মেলনে বলেন, অপহৃত চার আমেরিকান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রসিকিউটররা নিশ্চিত করেছেন।

ভিলারিয়ালের পক্ষ থেকে বলা হয়, "চারজনের মধ্যে দুজন মারা গেছেন, একজন আহত এবং অন্যজন জীবিত। এই মুহূর্তে অ্যাম্বুলেন্স এবং বাকি নিরাপত্তা কর্মীরা তাদের সহায়তা করার জন্য যাচ্ছেন।“

মেক্সিকোর কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবারের ক্রসফায়ারে মেক্সিকোর এক নারীও নিহত হয়েছেন।

এই ঘটনা মাতামোরোস শহরে বছরের পর বছর ধরে বিরাজমান সন্ত্রাসের চিত্র তুলে ধরেছে। এখানে শক্তিশালী উপসাগরীয় ড্রাগ কার্টেলের দলগুলি আধিপত্য বিস্তার করছে, যারা প্রায়শই নিজেদের মধ্যে লড়াই করে। এই সহিংসতার কারণে, কেবল তামাউলিপাস রাজ্যেই হাজার হাজার মেক্সিকান নিখোঁজ হয়েছে।

XS
SM
MD
LG