অ্যাকসেসিবিলিটি লিংক

ইইউ প্রতিরক্ষা মন্ত্রীরা ইউক্রেনের জন্য গোলাবারুদ সহায়তার কথা বিবেচনা করছেন


ইউক্রেনের সেনারা বাখুমুতে রুশ অবস্থানের উদ্দেশ্যে হাউইটজারের গোলা ছুঁড়ছে (ডনেটস্ক, ইউক্রেন, ৭ মার্চ, ২০২৩)
ইউক্রেনের সেনারা বাখুমুতে রুশ অবস্থানের উদ্দেশ্যে হাউইটজারের গোলা ছুঁড়ছে (ডনেটস্ক, ইউক্রেন, ৭ মার্চ, ২০২৩)

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার স্টকহোমে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল ইউক্রেনীয় বাহিনীর জন্য আরও বেশি পরিমাণে গোলাবারুদের জোগান দেওয়ার উদ্যোগ।

বৈঠকের আগে এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান্নো পেভকুর সংবাদদাতাদের জানান, তিনি ইউক্রেনের জন্য গোলাবারুদ কেনার জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে সম্মিলিতভাবে অর্থ দেওয়ার আহ্বান জানান। তিনি যুক্তি দেন, এই উদ্যোগের ফলে এই শিল্পের (গোলাবারুদ উৎপাদন) সক্ষমতা বাড়বে এবং ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা নিশ্চিত হবে।

ইইউ-র বৈদেশিক নীতিমালা বিষয়ক প্রধান জোসেপ বোরেল সংবাদদাতাদের জানান, সম্মিলিতভাবে প্রতিরক্ষা খাতের সক্ষমতা বাড়ানোর উদ্যোগের পাশাপাশি ইইউ-র সদস্যদের উচিৎ স্বল্প মেয়াদী সমাধান হিসেবে তাদের নিজস্ব মজুত থেকে দ্রুত ইউক্রেনকে গোলাবারুদ দেওয়া। এখন হাতে যা আছে, তা পাঠাতে চাইলে তা কয়েক সপ্তাহের মাঝেই সম্ভব বলে মত প্রকাশ করেন বোরেল।

বোরেল জানান, “বর্তমান সমস্যা হচ্ছে নিজেদের সুরক্ষিত রাখার জন্য ইউক্রেনের যে পরিমাণ গোলাবারুদ প্রয়োজন, তা কীভাবে জোগান দেওয়া যায়”।

ইউক্রেন সুনির্দিষ্টভাবে মিত্রদের কাছে আরও বেশি পরিমাণে ১৫৫-মিলিমিটার কামানের গোলা পাঠানোর অনুরোধ করেছে।

নেটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ সংবাদদাতাদের বুধবার জানান, “সেখানে এখন (গোলাবারুদের) বিপুল চাহিদা রয়েছে। যে হারে গোলাবারুদ খরচ হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব নয় এবং এ কারণে আমাদেরকে উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে”।

XS
SM
MD
LG