অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন শান্তি পরিকল্পনাকে স্বাগত জানিয়ে দ্বিতীয় দিনের আলোচনায় শি জিনপিং ও পুতিন


চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে রাশিয়ার মস্কোতে এক বৈঠকে যোগ দিয়েছেন। ( ২১ মার্চ , ২০২৩)
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে রাশিয়ার মস্কোতে এক বৈঠকে যোগ দিয়েছেন। ( ২১ মার্চ , ২০২৩)

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিরসনে বেইজিংয়ের শান্তি পরিকল্পনাকে স্বাগত জানিয়ে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো চীনা নেতা শি জিনপিং-এর সঙ্গে আলোচনায় বসেছেন। এর মধ্য দিয়ে পুতিন তাদের "সীমাহীন" বন্ধুত্ব কতটা গভীর সেই বার্তা পশ্চিমের নেতাদের দিলেন।

মঙ্গলবার শি বলেন, তিনি পুতিনকে এ বছরের শেষের দিকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার রুদ্ধদ্বার বৈঠকের আগে উদ্বোধনী বক্তব্যে পুতিন বলেন, সাম্প্রতিক দশকগুলোতে চীনের দ্রুত উন্নয়নে রাশিয়া “কিছুটা ঈর্ষান্বিত”। এই অগ্রগতি চীনকে যুক্তরাষ্ট্রের পর, দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে সহায়তা করে।

পরে রুশ সংবাদ সংস্থাগুলো জানায়, নৈশভোজে যাওয়ার আগে দুই নেতা প্রায় সাড়ে চার ঘণ্টা কথা বলেছেন। ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেছেন, সেখানে পুতিন সম্ভবত শি-কে ইউক্রেনে মস্কোর পদক্ষেপ সম্পর্কে“বিস্তারিত ব্যাখ্যা”করেন।

পুতিন সোমবার বলেন, তিনি বেইজিং শান্তি পরিকল্পনাকে সম্মানের সঙ্গে দেখেন।

তবে, চীনের প্রস্তাবটি কার্যকর হওয়ার সম্ভাবনা খুব কম বলে মনে করা হচ্ছে । কারণ, এটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির মূল দাবিগুলো পূরণ করে না। তার দাবির মধ্যে রয়েছে , রাশিয়াকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানাকে সম্মান জানাতে ইউক্রেন থেকে রুশ সৈন্য প্রত্যাহার; ক্রাইমিয়া উপদ্বীপ, যা মস্কো ২০১৪ সালে অবৈধভাবে দখলে নেয়, সেখান থেকে এবং গত বছরের ফেব্রয়ারিতে রাশিয়ার দখল করে নেয়া ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার।

চীনা নেতার তিন দিনের মস্কো সফর, শি এবং পুতিন উভয়কে, তাদের দৃষ্টিভঙ্গি থেকে বৈশ্বিক বিষয়ে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতায় তাদের অংশীদারিত্বের প্রকাশ্য ঘোষণা দেয়। তাদের ক্রমবর্ধমান মৈত্রী অর্থনৈতিক বিষয়গুলোকে সহজতর করছে। যেমন, যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা যখন ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়ার বৈদেশিক ব্যবসায়িক লেনদেন বন্ধ করার জন্য ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তখন রাশিয়া তার তেল এবং প্রাকৃতিক গ্যাস চীনে সরবরাহ করতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, “ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ বাহিনী প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত না করে যুদ্ধবিরতির আহ্বানের অর্থ হলো রুশ বিজয়ের বৈধতা দেয়া।“

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তার বিষয়ে প্রেসিডেন্ট পুতিনকে সরাসরি চাপ দেওয়ার জন্য শি'র প্রতি আহ্বান জানিয়েছেন।

ইউক্রেন থেকে হাজার হাজার শিশুকে অবৈধভাবে রাশিয়ায় পাঠানোর জন্য দ্য হেইগ’এর আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে অভিযোগ আনার কয়েকদিন পর চীনা নেতা মস্কো সফর করছেন। রাশিয়া এই অভিযোগকে “বাতিল”বলে উড়িয়ে দিয়েছে।

তবে, এটা এখনো পরিষ্কার নয় যে শি’র এই সফর থেকে চীন কী সুবিধা আশা করছে। বেইজিং-এ পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেন, শি’র সফর হলো শান্তি, সহযোগিতা এবং বন্ধুত্বের পরিভ্রমণ।

হোয়াইট হাউজের ব্যুরো চিফ প্যাটসি উইদাকুসওয়ারা এবং ভয়েস অফ আমেরিকার ম্যান্ডারিন সার্ভিসের প্যারিস হুয়াং এই প্রতিবেদনে অবদান রেখেছেন। এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG