অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানকে ইমরান খান এবং সমর্থকদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের ঢালাও অভিযোগ প্রত্যাহার করার আহ্বান


পুলিশ পাকিস্তানের লাহোরে একটি আদালতের বাইরে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (মাঝে) জন্য পথ তৈরি করছে। ১৭ মার্চ, ২০২৩।
পুলিশ পাকিস্তানের লাহোরে একটি আদালতের বাইরে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (মাঝে) জন্য পথ তৈরি করছে। ১৭ মার্চ, ২০২৩।

একটি বৈশ্বিক অধিকার সংস্থা পাকিস্তানের পুলিশকে পারমাণবিক অস্ত্রধারী দেশটির অভ্যন্তরে ক্রম অবনতিশীল রাজনৈতিক পরিবেশের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সাথে ক্রমবর্ধমান সংঘর্ষে “অবমাননাকর পদক্ষেপ” নেয়ার অভিযোগ করেছে।

মঙ্গলবার হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, পুলিশ বিক্ষোভকারীদেরকে লাঠিপেটা করেছে এবং সন্ত্রাসবিরোধী আইনের অধীনে তাদেরকে আটক করেছে।

বিরোধী দল ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ‘এর হাজার হাজার সমর্থক গত সপ্তাহে রাজধানী ইসলামাবাদের একটি আদালতের বাইরে এবং পূর্বাঞ্চলীয় শহর লাহোরে তার বাসভবনের কাছে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।

কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আনা বিভিন্ন মামলায় বিরোধীদলীয় এই নেতাকে আদালতে হাজির হতে বাধ্য করার চেষ্টা করায় সংঘর্ষ শুরু হয়।

ক্রিকেট তারকা থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানকে গত এপ্রিলে সংসদীয় অনাস্থা ভোটে পদ থেকে অপসারণ করা হয়েছিল। এর ফলে তার প্রায় চার বছরের পুরনো সরকারের পতন ঘটে এবং তৎকালীন বিরোধীদলীয় নেতা শেহবাজ শরীফের নতুন একটি জোট সরকারের প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হয়।

ক্ষমতাচ্যুত পাকিস্তানি নেতা তার অপসারণকে অবৈধ বলে অভিহিত করে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছেন।

ইমরান খানের দল বলেছে, তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাস, ধর্ম অবমাননা এবং দুর্নীতির অভিযোগে ৯৭টি মামলা করেছে।

পিটিআই প্রধান এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। তিনি অভিযোগলোকে “ভুয়া” এবং সাম্প্রতিক নির্বাচনে তার দলের জনপ্রিয়তা এবং ব্যাপক বিজয়ের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার বা জাতীয় রাজনীতি থেকে অযোগ্য ঘোষণা করার জন্য শরীফ এবং সামরিক বাহিনীর কথিত প্রচেষ্টার অংশ বলে অভিহিত করেছেন।

সরকার ইমরান খানের অভিযোগ অস্বীকার করেছে। ইদানীং কিছু মন্ত্রী পিটিআইকে বেআইনি ঘোষণা করার আহ্বানও জানিয়েছেন।

XS
SM
MD
LG