অ্যাকসেসিবিলিটি লিংক

শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তানে ১৩ জন নিহত


পাকিস্তানের সোয়াত উপত্যকার সাইদু শরিফ শহরের একটি হাসপাতালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আনছেন উদ্ধারকর্মীরা। ২১ মার্চ, ২০২৩
পাকিস্তানের সোয়াত উপত্যকার সাইদু শরিফ শহরের একটি হাসপাতালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আনছেন উদ্ধারকর্মীরা। ২১ মার্চ, ২০২৩

আফগানিস্তান ও পাকিস্তানে মঙ্গলবার (২১ মার্চ) এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের উত্তর–পূর্বাঞ্চলে পার্বত্য হিন্দুকুশ এলাকার জুর্ন শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ–পূর্বে।

ভূমিকম্পে উত্তর-পূর্ব আফগানিস্তানে অন্তত ৪ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। পাকিস্তানের কর্মকর্তারা জানান, দেশটির উত্তরাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অন্তত ৯ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন।

আক্রান্ত অঞ্চলের বহু বাড়ি ও ভবন ধ্বসে পড়েছে অথবা বড় ধরনের ক্ষতি হয়েছে। ভূমিকম্প পরবর্তী কম্পন গোটা দক্ষিণ এশিয়ায় অনুভূত হয়েছে। এমনকি, এর কেন্দ্রস্থল থেকে ২ হাজারেরও বেশি কিলোমিটার দূরে অবস্থিত ভারতের রাজধানী দিল্লিতেও এ কম্পন অনুভূত হয়।

এ অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে বিবেচিত। মঙ্গলবারের ভূমিকম্পের প্রায় ১ বছর আগে দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে ১ হাজারেরও বেশি মানুষ মারা যায়। ২০০৫ সালে ৭ দশমিক ৬ মাত্রার অপর একটি ভূমিকম্পে পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরে ৭৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়।

XS
SM
MD
LG