অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন শান্তি আলোচনার আহ্বান জানালেন পুতিন ও শি জিনপিং—রুশ নেতা বলেছেন পশ্চিম প্রস্তুত নয়


মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি’র মধ্যেেআলোচনা R
মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি’র মধ্যেেআলোচনা R

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার (২১ মার্চ) দুই দেশের মধ্যে নতুন একটি কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষর করার পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধের একটি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। তবে পুতিন বলেছেন, কিয়েভ সরকার এবং তার পশ্চিমা মিত্ররা শান্তি আলোচনার জন্য প্রস্তুত—এমন কোনো ইঙ্গিত তিনি দেখতে পাচ্ছেন না।

ক্রেমলিনে শি জিনপিংয়ের সঙ্গে দুই দিনের আলোচনার পরে পুতিন “ইউক্রেনের সর্বশেষ নাগরিক বেঁচে থাকা পর্যন্ত” লড়াই চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করেছেন। তবে এ যুদ্ধের ব্যাপারে “নিরপেক্ষ অবস্থানের” জন্য তিনি চীনের প্রশংসা করেন।

কিয়েভ বেইজিংয়ের কূটনৈতিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তবে তারা বলেছে, রাশিয়াকে অবশ্যই প্রথমে ইউক্রেন থেকে তার সৈন্য প্রত্যাহার করতে হবে। রুশ বাহিনী এখন পূর্ব ইউক্রেনে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে।

চীনের নেতার মস্কোতে তিন দিনের সফরে শি এবং পুতিন—দুজনই বৈশ্বিক বিষয়ে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করার বিষয়ে প্রকাশ্যে তাদের অংশীদারিত্বকে তুলে ধরেছেন। তাদের ক্রমবর্ধমান জোট অর্থনৈতিক চুক্তিগুলোকে সহজতর করেছে। যেমন রুশ তেল ও প্রাকৃতিক গ্যাসের চালান এমন সময়ে চীনে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনের আক্রমণের প্রতিশোধ হিসেবে রাশিয়ার বিদেশি ব্যবসায়িক লেনদেন রোধ করতে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের জন্য এমন কোন প্রস্তাব, যা রুশ বাহিনীকে সে দেশে থাকার অনুমতি দেয়, তা কেবল মস্কোকে তার আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য শক্তি ফিরে পেতে দেবে।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG