অ্যাকসেসিবিলিটি লিংক

জনপ্রিয় না হলেও পেনশন সংস্কার প্রয়োজনীয়, বলেছেন ম্যাক্রোঁ


প্যারিসের এলিসি প্রাসাদ থেকে দেয়া এক টিভি সাক্ষাৎকারের সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে পর্দায় দেখা যায়। ২২ মার্চ, ২০২৩।
প্যারিসের এলিসি প্রাসাদ থেকে দেয়া এক টিভি সাক্ষাৎকারের সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে পর্দায় দেখা যায়। ২২ মার্চ, ২০২৩।

বুধবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ব্যাপকভাবে অজনপ্রিয় নতুন একটি আইন এ বছরের শেষ নাগাদ কার্যকর হবে। আইনটি প্রয়োজনীয় বলে ম্যাক্রোঁ উল্লেখে করেন। ওই আইনের অধীনে অবসরের বয়স বাড়ানো হবে।

সরকার ভোট ছাড়াই বিলটি সংসদে উত্থাপনের চেষ্টা করলে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদে ইউনিয়নগুলোর আয়োজিত সমাবেশে, শান্তিপূর্ণ ভাবে বিশাল সংখ্যক জনতা জড়ো হয়েছিল। এই বিলের অধীনে অবসরের বয়স দুই বছর বাড়িয়ে ৬৪ বছর করা হবে।

কিন্তু গত সপ্তাহে পার্লামেন্টের ভোট এড়িয়ে যাওয়ার সরকারের সিদ্ধান্তের পর থেকে প্যারিস এবং অন্যত্র স্বতঃস্ফূর্ত বিক্ষোভে পুলিশের সাথে ধস্তাধস্তির মধ্যে প্রতি রাতে ডাস্টবিন এবং ব্যারিকেডগুলো জ্বলতে দেখা গেছে।

বুধবার বিক্ষোভকারীরা দক্ষিণাঞ্চলীয় শহর নিস এবং টুলুসে ট্রেন স্টেশন অবরোধ করে।

ম্যাক্রোঁ এটিকে “চরম সহিংসতা” বলে অভিহিত করে বলেছেন, এটি গ্রহণযোগ্য নয়।

ম্যাক্রোঁর শিবিরের রাজনৈতিক নেতারা সাক্ষাৎকারের আগে বলেছিলেন, কোনো সরকারি রদবদল বা তাড়িঘড়ি নির্বাচনের উদ্দেশ্য নেই, বরং এটি সিদ্ধান্ত গ্রহণে নাগরিক এবং ইউনিয়নকে আরও ভালোভাবে জড়িত করার ব্যবস্থার উদ্যোগ পুনরুদ্ধার করার প্রচেষ্টা।

জরিপে দেখা যায়, বেশিরভাগ ফরাসি পেনশন আইনের বিরোধিতা করে, সেইসাথে ভোট ছাড়াই সংসদে বিলটি উত্থাপন করার সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে।

বৃহস্পতিবার শ্রমিক সংগঠনগুলো দেশব্যাপী আরেকটি ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার প্যারিসে এক সমাবেশে পেনশনভোগী জ্যাক বোরেনসটেজন বলেন, “আমি ম্যাক্রোঁর বক্তব্য থেকে খুব বেশি কিছু আশা করি না।” “আমরা এই আইন চাই না এবং এটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা লড়াই করবো।”

XS
SM
MD
LG