অ্যাকসেসিবিলিটি লিংক

‘পারমাণবিক অ্যাটাক ড্রোন’ পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার


দক্ষিণ কোরিয়ার সোওলের রেলওয়ে স্টেশনে একটি সংবাদ সম্প্রচার দেখছেন লোকজন।এতে টিভি পর্দায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি ফাইল ছবি দেখানো হয়; ২২ মার্চ ২০২৩।
দক্ষিণ কোরিয়ার সোওলের রেলওয়ে স্টেশনে একটি সংবাদ সম্প্রচার দেখছেন লোকজন।এতে টিভি পর্দায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি ফাইল ছবি দেখানো হয়; ২২ মার্চ ২০২৩।

উত্তর কোরিয়া শত্রু উপকূলে “তেজস্ক্রিয় সুনামি” সৃষ্টিতে সক্ষম, জলের নিচে চলতে পারে এমন একটি নতুন পারমাণবিক অ্যাটাক ড্রোন পরীক্ষা করেছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ দাবি করে। এই অস্ত্রের সাথে রাশিয়ার পোসেইডন সুপার টর্পেডোর কিছু মিল রয়েছে বলে মনে করা হচ্ছে।

বার্তা সংস্থা কেসিএনএ বলেছে যে ড্রোনটি মঙ্গলবার উত্তর কোরিয়ার রিওন কাউন্টির উপকূল থেকে উৎক্ষেপণ করা হয়।এ সময় ড্রোনটি, হংওন উপসাগরের একটি নকল শত্রু বন্দরে ডামি ওয়ারহেড নিক্ষেপের আগে, উপবৃত্তাকার ও অষ্টভোজ আকারের গতিপথে ৫৯ ঘণ্টার বেশি সময় ধরে জলে অবস্থান করে।

২০১৯ সাল থেকে উত্তর কোরিয়া মাঝে মধ্যেই নতুন নতুন অস্ত্র ব্যবস্থা উদ্ভাবনের খবর দিচ্ছে। এর অনেকগুলোকেই তারা পরমাণু সক্ষম বলে দাবি করছে। তবে এটা এখনো স্পষ্ট নয় যে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রে যুক্ত করার মতো ছোট যুদ্ধাস্ত্র তৈরি করতে সফল হয়েছে কি-না।

পিয়ংইয়ং দাবি করেছে, তাদের সর্বসাম্প্রতিক পরীক্ষাগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই মহড়ার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া নজিরবিহীন সংখ্যায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এবং তাদের অন্যান্য হুমকির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

ওয়াশিংটনে কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর পারমাণবিক নীতি কর্মসূচির সিনিয়র ফেলো অঙ্কিত পান্ডা বলেন, শুক্রবার প্রকাশ পাওয়া উত্তর কোরিয়ার অস্ত্র যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সাবমেরিন বিরোধী যুদ্ধ সক্ষমতার জন্য “অত্যন্ত ঝুঁকিপূর্ণ” হবে।

সোওলের ইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেইফ-এরিক ইজলি বলেন, উত্তর কোরিয়ার দাবি করা পারমাণবিক ক্ষমতাসম্পন্ন পানির নিচে চলতে সক্ষম ড্রোনকে সন্দেহের দৃষ্টিতে দেখা উচিত।

শুক্রবারের প্রতিবেদনে, উত্তর কোরিয়ার নেতা কিম যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মহড়াকে “বেপরোয়া সামরিক উস্কানি” বলে অভিহিত করেন। তিনি এর প্রতিক্রিয়ার অংশ হিসেবে, অস্ত্র পরীক্ষা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন।

ওয়াশিংটনে কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর পারমাণবিক নীতি কর্মসূচির সিনিয়র ফেলো অঙ্কিত পান্ডা

XS
SM
MD
LG