ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের মতে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ “রাশিয়ার সামরিক প্রশিক্ষণ ব্যবস্থাকে ব্যাপকভাবে স্থানচ্যুত করেছে। কেননা, প্রশিক্ষকদের বেশিরভাগকে ইউক্রেনে মোতায়েন করা হয়েছে।”
ব্রিটেনের হালনাগাদ গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাশিয়া সম্ভবত তাঁবুতে স্থাপন করা প্রশিক্ষণ শিবির বিলুপ্ত করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, বরং রাশিয়া “অনেক কম অভিজ্ঞ বেলারুশ সেনাবাহিনীর” মাধ্যমে “প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বিবেচনা করছে।”
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, তাদের সেনাবাহিনী রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করতে প্রস্তুত, তবে ইউরোপীয় প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য প্রয়োজন।
ইউরোপের নেতারা বৃহস্পতিবার ২০০ কোটি ডলারের একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই সপ্তাহের শুরুতে ইইউ পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীরা চুক্তিটি অনুমোদন করেন।এসময় নেতারা, বিদ্যমান মজুদ থেকে গোলাবারুদ পাঠানোর জন্য এবং আরো কয়েক দফায় নতুন করে গোলাবারুদ জোগাড় করতে, ইইউ দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বুধবার বলেছে, ইউক্রেনের বাহিনী বাখমুতের পশ্চিমে স্থানীয়ভাবে একটি পাল্টা আক্রমণ শুরু করেছে।এই আক্রমণের ফলে, সম্ভবত শহরের ভেতরে কিয়েভের বাহিনীর ব্যবহৃত প্রধান সরবরাহ রুটে চাপ হ্রাস করবে।
রুশ বাহিনী বাখমুতে গতি হারাচ্ছে, ইউক্রেনের এমন দাবির বিষয়ে মস্কো কোনো মন্তব্য করেনি। তবে ভাড়াটে সৈন্যদল ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোজিন সাম্প্রতিক দিনগুলোতে বেশ হতাশভাবেই ইউক্রেনের পালটা আক্রমণের বিষয়ে সতর্ক করেছেন।
জেলেন্সকি বৃহস্পতিবার যুদ্ধাঞ্চলের প্রদেশগুলো সফর অব্যহত রাখেন।তিনি বাখমুতের কাছে সৈন্যদের সাথে দেখা করার একদিন পর, দক্ষিণে খেরসন অঞ্চলে সৈন্যদের সঙ্গে দেখা করেন। একটি ভিডিও চিত্রে তাকে পোসাদ পোকরোভস্কে সেখানকার বাসিন্দাদের সাথে সাক্ষাৎ করতে দেখা যায়। পোসাদ পোকরোভস্কে হচ্ছে খোরসেন যুদ্ধাঞ্চলের একটি বোমা বিধ্বস্ত গ্রাম।যেটি গত বছর ইউক্রেনের সর্বশেষ গুরুত্বপূর্ণ অগ্রযাত্রায় পুনরুদ্ধার করা হয়েছিলো।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।