অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ঠিকাদার নিহত, ইরানের আইআরজিসি স্থাপনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিশোধ


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন (বামে) ওয়াশিংটনের পেন্টাগনে একটি ব্রিফিং চলাকালে জয়েন্ট চিফসের চেয়ারম্যান মার্ক মাইলির বক্তব্য শুনছেন; ১৫ মার্চ, ২০২৩।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন (বামে) ওয়াশিংটনের পেন্টাগনে একটি ব্রিফিং চলাকালে জয়েন্ট চিফসের চেয়ারম্যান মার্ক মাইলির বক্তব্য শুনছেন; ১৫ মার্চ, ২০২৩।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, তারা বৃহস্পতিবারের একটি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় পূর্ব সিরিয়ার লক্ষ্যবস্তুতে একাধিক “সুনির্দিষ্ট” বিমান হামলা চালিয়েছে। ঐ ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের একজন ঠিকাদার নিহত হয়েছেন।

পেন্টাগন বলেছে, ঐ ঠিকাদার, বৃহস্পতিবার উত্তর-পূর্ব সিরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের একটি ঘাঁটিতে একবার ব্যবহার যোগ্য ড্রোন হামলায় নিহত হয়েছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ড্রোনটি “ইরানের তৈরি” বলে অনুমান করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোরের সাথে যুক্ত গোষ্ঠীগুলোর দ্বারা ব্যবহৃত স্থাপনাগুলোর বিরুদ্ধে “আনুপাতিক এবং ইচ্ছাকৃত” সুনির্দষ্ট হামলার মাধ্যমে প্রতিশোধ নিয়েছে।

পেন্টাগন জানায়, ড্রোনটি স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে সিরিয়ার হাসাকার ঘাঁটিতে একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্রে আঘাত হানে।

হামলায় যুক্তরাষ্ট্রের পাঁচজন সেনা সদস্যসহ আমেরিকার আরো ছয়জন নাগরিক আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আহত সেনা সদস্যদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়েছে। অন্য তিনজনকে এবং যুক্তরাষ্ট্রের ঠিকাদারকে ইরাকে অবস্থিত জোটের চিকিৎসা কেন্দ্রে সরিয়ে নেয়া হয়।

সিরীয় কুর্দি বাহিনীকে ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর পুনরুত্থান ঠেকাতে সাহায্য করার জন্য, পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ৯০০ সেনা সদস্য রয়েছে।

সেন্টকম কমান্ডার জেনারেল এরিক কুরিল্লার মতে, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে ড্রোন এবং রকেট ব্যবহার করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইরান এবং সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর ৭৮ বার হামলা চালিয়েছে।

XS
SM
MD
LG